E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

বাংলাদেশকে একটি লড়াকু দলে পরিণত করতে চান নতুন কোচ

২০২২ জানুয়ারি ১৯ ২২:৩৬:৪৮
বাংলাদেশকে একটি লড়াকু দলে পরিণত করতে চান নতুন কোচ

স্পোর্টস ডেস্ক : বাংলাদেশ জাতীয় দলের দায়িত্ব নিতে এসে স্প্যানিশ কোচ হ্যাভিয়ের ফার্নান্দেজ ক্যাবরেরা প্রথম ছবক পেয়েছিলেন বাফুফে সভাপতি কাজী মো. সালাউদ্দিনের কাছ থেকে। যে ছবকে বাফুফে সভাপতি নতুন কোচকে বলেছিলেন- ‘বাংলাদেশ শেষ চার-পাঁচ মিনিটে গোল খেয়ে ম্যাচ হেরে যায়। এই রোগ থেকে দলকে নিরাময় করতে হবে।’

বাফুফে সভাপতির এই নিবেদনে একটা বিষয় পরিষ্কার যে, বাংলাদেশ পুরোপুরি লড়াকু দল হয়ে উঠতে পারছে না। ভালো খেলছে; কিন্তু ম্যাচ হেরে যাচ্ছে শেষ দিকে গোল খেয়ে। এটাকে ভাগ্যদোষও বলছেন নতুন কোচ। ম্যাচ জিততে অনেক সময় ভাগ্যেরও দরকার হয়, সেই অভাবটাই লাল-সবুজের দলকে বারবার সাফল্যের কাছ থেকে ফিরিয়ে এনেছে।

বাফুফে ঘনঘন কোচ বদলিয়েও কোন সাফল্য আনতে পারছে না। একটু সাফল্যের আশায়ই ‘একে বিদায় করে ওকে আনছে বাফুফে।’ নতুন কোচ কী করবেন?

জাতীয় দলে প্রথম কোচিং করাবেন, আন্তর্জাতিক অঙ্গনে অভিজ্ঞতা নেই- এখানে অবশ্য দ্বিমত করেছেন ফার্নান্দেজ। তিনি বলেছেন, ‘জাতীয় দলে প্রথম হলেও এটাই আমার প্রথম আন্তর্জাতিক অঙ্গনে পা রাখা নয়। আমি ভারতের ক্লাবে কাজ করেছি। এই অঞ্চলের ফুটবল সম্পর্কে ধারণা আছে।’

আর লক্ষ্য? ‘আমার লক্ষ্য হলো একটি প্রতিযোগীতামূলক এবং লড়াকু দল তৈরি করা। যে দলটি যে কোনো প্রতিপক্ষকে মোকাবেলা করতে সক্ষম হবে। বাফুফেও আমার কাছ থেকে এসব চেয়েছে। আমি চেষ্টা করব ছেলেদের সব ধরনের পরিকাঠামো ও পরিবেশ দিয়ে ভালোভাবে প্রশিক্ষণ দিতে এবং একটি প্রতিযোগিতামূলক দল হিসেবে গড়ে তুলতে।’

ফিফা র‌্যাংকিংয়ের তলানিতে বাংলাদেশ। কোনভাবেই বাংলাদেশকে তালিকার ওপরের দিকে তোলা যাচ্ছে না। বাংলাদেশের দায়িত্ব নেওয়ার দিনে র‌্যাংকিং নিয়েও প্রশ্নের জবাব দিতে হয়েছে নতুন স্প্যানিশ কোচকে। তিনি বলেছেন,‘আমি অবশ্যই র‌্যাংকিং বাড়ানোর চেষ্টা করব।’

ঢাকায় আসার পর গত চারদিনে তিনি বাংলাদেশের ম্যাচের ও ফেডারেশন কাপের কিছু ভিডিও দেখেছেন। ‘ভিডিও দেখে আমি খেলোয়াড়দের সম্পর্কে প্রাথমিক ধারণা পেয়েছি। তারা কোন স্টাইলে খেলে তাও বুঝতে পেরেছি। ছেলেদের ফেডারেশন কাপ খেলা দেখে আমি খুবই ইতিবাচক ধারণা নিয়েছি’ - বলেছেন নতুন কোচ।

(ওএস/এএস/জানুয়ারি ১৯, ২০২২)

পাঠকের মতামত:

১৯ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test