E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

‘ব্রাডম্যান’ সম্মাননা পাচ্ছেন শচীন

২০১৪ সেপ্টেম্বর ২৪ ১৯:০৬:৩৬
‘ব্রাডম্যান’ সম্মাননা পাচ্ছেন শচীন

স্পোর্টস ডেস্ক, ঢাকা : আধুনিক ক্রিকেটের ‘ব্রাডম্যান’ শচীন রমেশ টেন্ডুলকার বিশ্ব ক্রিকেটে নিজেকে উজাড় করে দিয়েছেন। ক্রিকেটও তাকে দিয়েছে দু’হাত ভরে। দেশ-বিদেশে পেয়েছেন অসংখ্য পুরস্কার-সংবর্ধনা ও সম্মাননা। এমন আরেকটি সম্মাননা পেতে যাচ্ছেন ক্রিকেটের এ দেবতা। ‘ব্রাডম্যান’ সম্মাননা পেতে যাচ্ছেন বিশ্বের সর্বকালের সেরা ব্যাটসম্যান শচীন টেন্ডুলকার।

অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক স্টিভ ওয়াহ’র সঙ্গে তিনি এই সম্মাননা পাবেন বলে সূত্র জানায়। ‘ব্রাডম্যান ফাউন্ডেশন’ তাদেরকে এই সম্মানান দিবে বলে অস্ট্রেলিয়ার সংবাদ মাধ্যম জানায়। আগামী ২৯ অক্টোবর সিডনি ক্রিকেট গ্রাউন্ডে এক জমজমাট অনুষ্ঠানের মাধ্যমে শচীন ও স্টিভ ওয়াহ’র কাছে এই সম্মাননা তুলে দেয়া হবে বলে ব্রাডম্যান ফাউন্ডেশন তাদের নিজস্ব ওয়েবসাইটে জানায়।

ব্রাডম্যান ফাউন্ডেশন তাদের নিজস্ব ওয়েবসাইটে সোমবার জানায়, “ক্রিকেট গ্রেট শচিন টেন্ডুলকার ও স্টিভ ওয়াহকে আগামী ২৯ অক্টোবর সিডনি ক্রিকেট গ্রাউন্ডে এক আড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে ‘ব্রাডম্যান’ পদকে ভূষিত করা হবে।” গত বছর আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানানো শচীন টেন্ডুলকার সিডনি ক্রিকেট গ্রাউন্ডে ৫ টেস্টে ১৫৭ গড়ে ৭৮৫ রান করেন।

এর মধ্যে তিনটি সেঞ্চুরি করেছেন তিনি; যার মধ্যে রয়েছে ২০০৪ সালের জানুয়ারিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে করা ২৪১ রানের অপরাজিত ইনিংসটিও। যেটি তার ক্যারিয়ারের অন্যতম সেরা ইনিংস বলে বিবেচনা করা হয়ে থাকে। ১৯৯৮ সালে অস্ট্রেলিয়ান ব্যাটিং কিংবদন্তি ডন ব্রাডম্যানের সঙ্গে দেখা করেন শচিন টেন্ডুলকার। ব্রাডম্যানের ৯০তম জন্মদিন উপলক্ষে তার সঙ্গে দেখা করতে আসেন শচীন।

(ওএস/পি/সেপ্টেম্বর ২৪, ২০১৪)

পাঠকের মতামত:

১৯ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test