E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

আর্জেন্টিনার বিপক্ষে মাঠে নামবেন নেইমার

২০১৪ সেপ্টেম্বর ২৪ ১৯:১২:৫৪
আর্জেন্টিনার বিপক্ষে মাঠে নামবেন নেইমার

স্পোর্টস ডেস্ক, ঢাকা : বর্তমান সময়ের এই গ্রহের অন্যতম মহাতারকা নেইমার এবং আতলেতিকো মিনেইরোর দিয়েগো তারদেলি প্রতিপক্ষের রক্ষন ভাঙতে আক্রমণভাগে রবিনিয়োর সাথে থাকছে দলে। আগের দুটি প্রীতি ম্যাচে ইঞ্জুরির কারণে দলে ছিল না বিশ্বকাপে দলকে নেতৃত্বদানকরী চিয়াগো সিলভা। এবারের দলেও নেই তিনি।

চেলসির চার তারকা ফিলিপে লুইস, উইলিয়ান, অস্কার ও রামিরেসে ওপর আস্থা রাখছেন দুঙ্গা। দলে থাকছেন পিএসজির দাভিদ লুইস ও মারকুইনিয়োস। এছাড়াও এই মৌসুমের ইতালির ক্লাব রোমা থেকে ইন্টার মিলানে যাওয়ার পর নতুন দলের জার্সিতে ভাল পারফরম্যান্স করায় জাতীয় দলে ডাক পেলেন ফুল-ব্যাক দোদো। দলে প্রথমবারের মতো ডাক পেয়েছেন ডিফেন্ডার দোদো ও মারিও ফের্নান্দেস। দুজনেরই ব্রাজিল যুব দলে খেলেছেন।

ফের্নান্দেস আর রাশিয়ার ক্লাব সিএসকেএ মস্কোতে ভালো খেলায় ডাক পান। দলটির হয়ে রাশিয়ার প্রিমিয়ার লিগ শিরোপা জেতেন ২৩ বছর বয়সী এই সেন্টার-ব্যাক।

বাদ পড়েছেন রিয়ালের মার্সেলো। দলে নেই মাইকনও। তবে ওই দুই ম্যাচের দলে পরে ডাক পাওয়া রবিনিয়ো টিকে গেছেন। দলে খুব বেশি পরিবর্তন না করার কারণ হিসেবে খেলোয়াড় হিসেবে ১৯৯৪ বিশ্বকাপ জেতা দুঙ্গা বলেন, কেবল পরিবর্তন না করে খেলোয়াড়দের নিশ্চয়তা দিতে হবে।

এবারের এশিয়া সফরে চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনা ছাড়াও জাপানের বিপক্ষেও একটি প্রীতি ম্যাচ খেলবে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা। ওই দুই ম্যাচের জন্যই বুধবার ২২ সদস্যের দল ঘোষণা করেন দুঙ্গা।

১১ অক্টোবর চীনের বেইজিংয়ের ‘বার্ডস নেস্ট’ স্টেডিয়ামে আর্জেন্টিনার মুখোমুখি হবে ব্রাজিল। তার তিন দিন পর সিঙ্গাপুরে জাপানের বিপক্ষে মাঠে নামবে ব্রাজিল।

এক নজরে ব্রাজিল দল:

গোলরক্ষক: জেফারসন (বোতাফোগো), রাফায়েল কাবরাল (নাপোলি) ডিফেন্ডার: দাভিদ লুইস (পিএসজি), মারকুইনিয়োস (পিএসজি), জিল (করিন্থিয়ান্স), মিরান্দা (আতলেতিকো মাদ্রিদ), মারিও ফের্নান্দেস (সিএসকেএ মস্কো), ফিলিপে লুইস (চেলসি) দানিলো (পোর্তো), দোদো (ইন্টার মিলান)। মিডফিল্ডার: লুইস গুস্তাভো (ভলফসবুর্গ), এলিয়াস (করিন্থিয়ান্স), ফের্নানদিনিয়ো (ম্যানচেস্টার সিটি), রামিরেস (চেলসি), এভারতন রিবেইরো (ক্রুজেইরো), অস্কার (চেলসি), উইলিয়ান (চেলসি), রিকার্দো গোলার্ত (ক্রুজেইরো), ফেলিপে কোতিনিয়ো (লিভারপুল)। ফরোয়ার্ড: নেইমার (বার্সেলোনা), দিয়েগো তারদেলি (আতলেতিকো মিনেইরো), রবিনিয়ো (সান্তোস)।

(ওএস/পি/সেপ্টেম্বর ২৪, ২০১৪)

পাঠকের মতামত:

১৯ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test