E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

লি নার একমাত্র অবলম্বন টেনিস

২০১৪ সেপ্টেম্বর ২৫ ১৯:৪৫:০২
লি নার একমাত্র অবলম্বন টেনিস

স্পোর্টস ডেস্ক, ঢাকা : চায়নিজ টেনিস তারকা লি নার বয়স যখন ১৪ বছর, তখন বাবাকে হারিয়েছিলেন তিনি। জীবনে এমন নিদারুণ মৃত্যুশোক আসার পর টেনিস ছাড়া তার সামনে আর কোনো অবলম্বনই ছিল না। এক সাক্ষাৎকারে এ সম্পর্কে লি না বলেছেন, 'সাধারণ মেয়েদের মতোই আমি বেড়ে উঠছিলাম। কিন্তু বাবার মৃত্যুর পরই সব এলোমেলো হয়ে গেল।'

৩২ বছর বয়সী লি না গত সপ্তাহে অবসর নেওয়ার সময় বিশেষভাবে নিজের বাবার কথা উল্লেখ করে বলেছিলেন, 'তুমিই (বাবা) ছিলে আমার জীবনের রোদ্দুর। তোমার জন্যে আমি এই আমি হতে পেরেছি।' লি না ক্যারিয়ারে প্রথম গ্র্যান্ডস্লাম জয়ের মাধ্যমে এশিয়ার নতুন প্রজন্মের মধ্যে টেনিসের জনপ্রিয়তা বাড়িয়ে তুলেছিলেন।

কিন্তু অনেক দিন ধরেই হাঁটুর ইনজুরিতে ভুগছিলেন লি না। তাকে হাঁটুর ইনজুরির কারণে চারবার অপারেশন করতে হয়েছে। এই ইনজুরির কারণেই গত সপ্তাহে আন্তর্জাতিক টেনিস থেকে অবসর ঘোষণা করেন তিনি। মাত্র সাত মাস আগেই অস্ট্রেলিয়ান ওপেন জিতেছিলেন লি না। এশিয়ার হয়ে তিনি প্রথম গ্র্যান্ডস্লাম জেতেন ২০১১ সালে। তার আগে এশিয়া থেকে কেউ গ্র্যান্ডস্লাম জিততে পারেননি। এ সাফল্যের পর টাইম ম্যাগাজিনের কাভার পেজে ঠাঁই পেয়েছিলেন লি না। এ ছাড়া ফোর্বস ম্যাগাজিনের করা সর্বোচ্চ আয়ের নারী অ্যাথলেটদের তালিকায় মারিয়া শারাপোভার পরেই স্থান ছিল তার।

অবসর জীবনে তিনি একটা টেনিস একাডেমি খুলতে চান। গত সপ্তাহে লি নার অবসরের ঘোষণা আসার আধা ঘণ্টার মধ্যে ফেসবুকে ১৯ মিলিয়ন বার্তা পোস্ট হয়। তার অবসর-পরবর্তী বিদায়ী সংবর্ধনায় সংবাদ সন্মেলন কক্ষে ২০০ সাংবাদিক উপস্থিত ছিলেন। থাকাটাই স্বাভাবিক, কারণ শুধু চীন নয়, পুরো এশিয়ান টেনিসেই পথপ্রদর্শকের ভূমিকা পালন করেছেন তিনি।

(ওএস/পি/সেপ্টেম্বর ২৫, ২০১৪)

পাঠকের মতামত:

১৯ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test