E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

দ্বিতীয় চার দিনের ম্যাচেও বাংলাদেশ ‘এ’ দলের সহজ জয়

২০১৪ সেপ্টেম্বর ২৫ ২০:২৬:২৩
দ্বিতীয় চার দিনের ম্যাচেও বাংলাদেশ ‘এ’ দলের সহজ জয়

স্পোর্টস ডেস্ক, ঢাকা : বাংলাদেশ ‘এ’ দল জিম্বাবুয়ে ‘এ’ দলের বিপক্ষে দ্বিতীয় চার দিনের ম্যাচটিও জিতে নিয়েছে। বৃহস্পতিবার ফতুল্লায় জিম্বাবুয়েকে ১১৮ রানে হারিয়েছে বাংলাদেশ। ২-০ ব্যবধানের এই জয়ে দুই ম্যাচের চার দিনের সিরিজটি জিতে নিল বাংলাদেশ।

জিম্বাবুয়ে বুধবার ২৩৪ রানে পিছিয়ে ছিল। স্কোরবোর্ডে বাংলাদেশের সংগ্রহ ছিল ১০৮ রান। ব্যাটিং করছিলেন নাঈম ইসলাম ও নুরুল হাসান সোহান। তবে বৃহস্পতিবার দিনের শুরুতেই সাজঘরে ফেরেন নুরুল হাসান। ২ রানে আউট হন তিনি। এরপর নাঈম ইসলাম ও কামরুল ইসলাম ৫৬ রানের জুটি গড়েন। এ সময় নাঈম ইসলাম অর্ধশতক তুলে নেন। ১১৩ বলে ৪ বাউন্ডারিতে ৫০ রান করেন তিনি। অর্ধশতকের পরই ইনিংস ঘোষণা করেন নাঈম ইসলাম। জিম্বাবুয়েকে ২৯৯ রানের টার্গেট ছুড়ে দেয় বাংলাদেশ। পাহাড়সমান রান তাড়া করতে নেমে ১৮০ রানে গুটিয়ে যায় জিম্বাবুয়ের ইনিংস। বাংলাদেশের হয়ে সাকলায়েন সজিব ৫ উইকেট নেন। ৩টি উইকেট নেন জুবায়ের হোসেন লিখন। একটি করে উইকেট নেন কামরুল ইসলাম ও নাঈম ইসলাম। জিম্বাবুয়ের হয়ে একাই লড়াই করেন ব্রেইন চারি। ৭৪ রান করেন তিনি। এ ছাড়া গুম্বে ৩৫ ও টিন মোয়াবি ২৯ রান করেন। ম্যাচ-সেরা নির্বাচিত হন জুবায়ের হোসেন লিখন।


(ওএস/পি/সেপ্টেম্বর ২৫, ২০১৪)

পাঠকের মতামত:

১৯ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test