E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

পাকিস্তান ফুটবলের নিষেধাজ্ঞা তুলে নিলো ফিফা

২০২২ জুলাই ০১ ১৮:৫৩:৩০
পাকিস্তান ফুটবলের নিষেধাজ্ঞা তুলে নিলো ফিফা

স্পোর্টস ডেস্ক : তৃতীয় পক্ষের হস্তক্ষেপের কারণে দীর্ঘদিন ধরে ফিফার নিষেধাজ্ঞায় ছিল পাকিস্তান ফুটবল ফেডারেশন (পিএফএফ)। অবশেষে সেই নিষেধাজ্ঞা তুলে নেওয়ার ঘোষণা দিলো আন্তর্জাতিক ফুটবলের অভিভাবক সংস্থাটি। বৃহস্পতিবার আনুষ্ঠানিক বিবৃতিতে এ খবর জানিয়েছে ফিফা।

যার সুবাদে এখন আন্তর্জাতিক ফুটবলে ফিফার সদস্যপদ ফিরে পেলো পাকিস্তান। এখন ফিফার নিয়োগ দেওয়া কমিটি স্বতন্ত্রভাবে নির্বাচনের আয়োজন করবে। এছাড়া ফিফার সদস্যপদ ফিরে পাওয়ায় এখন জাতীয় পর্যায়েও ফুটবলীয় কার্যক্রম পুনরায় শুরু করতে পারবে দেশটি।

২০১৮ সালে সুপ্রিম কোর্টের সিদ্ধান্তে পিএফএফের প্রধান হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছিল আশফাক হুসেইন শাহকে। কিন্তু আশফাকের সেই কমিটিকে আবার স্বীকৃতি দেয়নি ফিফা। পাশাপাশি হারুন মালিকের নেতৃত্বাধীন ফিফার নরমালাইজেশন কমিটির ওপরও দখলদারিত্ব প্রকাশের চেষ্টা করে।

যে কারণে গত বছরের মার্চে ফিফা কর্তৃক নিষিদ্ধ হয় পাকিস্তান ফুটবল ফেডারেশন। তবে এবার নিষেধাজ্ঞা উঠে গেলেও, সামনে আবার তৃতীয় পক্ষের হস্তক্ষেপজনিত ঘটনা ঘটলে কঠোর শাস্তির সতর্কতাও দিয়ে রেখেছে ফিফা। এর আগে ২০১৭ সালেও একই কারণে নিষিদ্ধ হয়েছিল পিএফএফ।

(ওএস/এসপি/জুলাই ০১, ২০২২)

পাঠকের মতামত:

২৫ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test