E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

সুযোগ পেয়েই বিজয়ের রেকর্ড

২০২২ জুলাই ০৩ ১২:২৭:২৪
সুযোগ পেয়েই বিজয়ের রেকর্ড

স্পোর্টস ডেস্ক : বৃষ্টির কারণে পুরো ম্যাচ খেলা হয়নি। বাংলাদেশ দল ১৩ ওভার ব্যাটিং করতেই পরিত্যক্ত হয়ে যায় ম্যাচ। তবে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের এই প্রথম ম্যাচে নিজের ব্যাটিং পুরোটাই করেছেন বাংলাদেশ দলের ওপেনার এনামুল হক বিজয়। আর তাতেই গড়ে ফেলেছেন রেকর্ড।

অবশ্য ব্যাটিংয়ে নামার আগে টস হওয়ার সঙ্গে সঙ্গেই রেকর্ডটি গড়েন বিজয়। তবে রেকর্ডটি না হলেই হয়তো বেশি খুশি হতেন তিনি। কারণ রেকর্ডটি যে, বাংলাদেশের ক্রিকেটারদের মধ্যে সবচেয়ে লম্বা বিরতির পর টি-টোয়েন্টি দলে ফেরার। যা আনন্দের চেয়ে বেশি আক্ষেপের।

শনিবারের আগে সবশেষ ২০১৫ সালের নভেম্বরে আন্তর্জাতিক টি-টোয়েন্টি খেলেছিলেন ২৯ বছর বয়সী এ ডানহাতি ব্যাটার। প্রায় সাড়ে বছর পর টি-টোয়েন্টি একাদশে ঢুকেছেন তিনি। মাঝে বাংলাদেশ খেলে ফেলেছে ৭৯টি ম্যাচ। দেশের আর কোনো ক্রিকেটারের দুই ম্যাচের মাঝে নেই এতো বড় বিরতি।

বিজয়ের আগে রেকর্ডটি ছিল আবুল হাসান রাজুর দখলে। ২০১২ সালে অভিষেকের পর চারটি টি-টোয়েন্টি খেলে বাদ পড়েন এ ডানহাতি পেসার। পরে ২০১৮ সালে আফগানিস্তানের বিপক্ষে দেরাদুনে হওয়া সিরিজে সুযোগ পেয়েছিলেন এক ম্যাচে। মাঝের সময়ে বাংলাদেশের খেলা টি-টোয়েন্টির সংখ্যা ছিল ৫০টি।

এছাড়া শফিউল ইসলাম ৩৭, নুরুল হাসান সোহান ৩৪, ইমরুল কায়েস ২৭ ও আলআমিন হোসেন ২৭ ম্যাচের বিরতি দিয়ে ফিরেছিলেন বাংলাদেশের টি-টোয়েন্টি দলে।

বাংলাদেশের রেকর্ড গড়লেও বিশ্বরেকর্ড থেকে বেশ দূরেই অবশ্য বিজয়। এ তালিকায় সবার ওপরে ওয়েস্ট ইন্ডিজের ডেভন থমাস। ২০০৯ সালে বাংলাদেশের বিপক্ষে অভিষেক হওয়া এ উইকেটরক্ষক ব্যাটার নিজের তৃতীয় ও চতুর্থ ম্যাচের মধ্যে বাইরে ছিলেন ওয়েস্ট ইন্ডিজের ১০২টি টি-টোয়েন্টি ম্যাচে।

(ওএস/এএস/জুলাই ০৩, ২০২২)

পাঠকের মতামত:

২৬ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test