E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

সেরা পারফরম্যান্স করেও ১১তম বাংলাদেশি হাইজাম্পার

২০২২ আগস্ট ০৪ ১৮:৩৬:১৫
সেরা পারফরম্যান্স করেও ১১তম বাংলাদেশি হাইজাম্পার

স্পোর্টস ডেস্ক : ইংল্যান্ডের বার্মিংহামে চলমান ২২তম কমনওয়েলথ গেমসের পুরুষদের হাই জাম্পে ১৩জন প্রতিযোগির মধ্যে ১১তম হয়েছেন বাংলাদেশের মাহফুজুর রহমান। তিনি লাফিয়েছেন ২.১০ মিটার।

এটি মাহফুজুর রহমানের মৌসুমসেরা পারফরম্যান্স। তবে তার ক্যারিয়ারসেরা পারফরম্যান্স ২.১৬ মিটার, লাফিয়েছিলেন ২০১৯ এসএ গেমসে। গেমসের আগে অনুশীলনে তিনি ২.০০ মিটার পর্যন্ত লাফিয়েছিলেন।

মৌসুম সেরা পারফরম্যান্স করেও অবশ্য পদকের কাছাকাছি যেতে পারেননি মাহফুজুর। ২.২৫ মিটার উচ্চতা লাফিয়ে সোনা জিতেছেন নিউজিল্যান্ডের হামিশ কের। অস্ট্রেলিয়ান ক্রিকেটার মিচেল স্টার্কের ভাই ও গোল্ডকোস্ট কমনওয়েলথ গেমসের সোনাজয়ী ব্রেন্ডন স্টার্ক বার্মিংহামে জিতলেন রূপা।

টেবিল টেনিসে শুরুর সাফল্যের পর আর জয়ের দেখা পায়নি বাংলাদেশ। পুরুষ এককে রিফাত সাব্বির ৪-০ সেটে হেরেছেন ঘানার ডেরেক আব্রেফার কাছে, মুহতাসিন হৃদয় ৪-১ সেটে হেরেছেন পাকিস্তানের ফাহাদ খাজার কাছে, একই ব্যবধানে তিনি হেরেছেন গায়ানার ক্রিস্টোফার ফ্র্যাঙ্কলিনের কাছেও।

বৃহস্পতিবার কমনওয়েলথ গেমসে মেয়েদের হাইজাম্পের বাছাই পর্বে অংশ নেবেন বাংলাদেশের উম্মে হাফসা রুমকি। ২০০ মিটার স্প্রিন্টের হিটে দৌড়াবেন রাকিবুল হাসান।

টেবিল টেনিসের মিক্সড ডাবলসে মুহতাসিন হৃদয়-সাদিয়া রহমান মৌ জুটি খেলবেন মরিশাসের যোগরাজা অখিলেন-জালিম নন্দশ্রী জুটির বিপক্ষে। মুফরাদুল হামজা ও সোনম সুলতানা খেলবেন দক্ষিণ আফ্রিকার কোগিল থিও-এমফাঙ্গা জোডোয়ার বিপক্ষে।

পুরুষ ডাবলসে হামজা-সাব্বির জুটির প্রতিপক্ষ নাইজেরিয়ার আমাদি-ওলাজিলদে। রামহিম বম ও হৃদয় খেলবেন ফিজির ভিকি-চৌহান জুটির বিপক্ষে।

(ওএস/এসপি/আগস্ট ০৪, ২০২২)

পাঠকের মতামত:

২৫ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test