E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

‘আমরা বিশ্বকাপ জিতবো বলাটা অনর্থক’

২০২২ আগস্ট ০৯ ১৩:০৫:০২
‘আমরা বিশ্বকাপ জিতবো বলাটা অনর্থক’

স্পোর্টস ডেস্ক : মাস দুয়েক পরই শুরু হবে ‘গ্রেটেস্ট শো অন আর্থ’ খ্যাত ফুটবল বিশ্বকাপ। এবারের টুর্নামেন্টটি হবে এশিয়ার দেশ কাতারে।

বিশ্বকাপের জন্য ফেভারিটদের তালিকায় উপরের দিকেই আছে আর্জেন্টিনার নাম। আলবিসেলেস্তেরা কি এবার বিশ্বকাপ জিততে পারবে?

প্রশ্নের উত্তরটা ভালো দিতে পারবে সময়ই। গত বছর কোপা আমেরিকা জিতেছে আলবিসেলেস্তেরা। এরপর থেকে দারুণ খেলছে তারা। তবে আর্জেন্টিনা কোচ লিওনেল স্ক্যালোনি মনে করছেন, তারা বিশ্বকাপ জিতবেন এমন কথা বলা অনর্থক।

ইএসপিএনকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেছেন, ‘আমি ম্যাচ বাই ম্যাচ যাই। আমরা বিশ্বকাপ জিতবো এটা বলা অনর্থক। এটা মিথ্যা, আরও অনেক দারুণ জাতীয় দল আছে। হ্যাঁ, আমরা প্রতিদ্বন্দ্বীতা করবো। এই দলটা (আর্জেন্টিনা) যেকারো সঙ্গে লড়াই করতে পারে। ’

তাহলে কারা বিশ্বকাপ জিতবে? এমন প্রশ্নের জবাবে স্ক্যালোনি বলেছেন, ‘১০টা দল আছে বিশ্বকাপ জেতার জন্য লড়াই করবে। যখন আপনি জিতবেন, সবকিছু সহজ হয়ে যাবে। জাতীয় দল আপনাকে অর্থনৈতিক শক্তি দেবে না, এটা আপনাকে মানুষদের দেখাবে। পত্রিকার দোকান দেখে, আপনার চাচা কিংবা চাচাতো ভাই-বোনরা খুশি হবে। ’

আর্জেন্টিনার সবচেয়ে বড় শক্তির নাম লিওনেল মেসি, স্ক্যালোনির জন্য। এই ফুটবল জাদুকর নিয়ে তার কোচ বলেছেন, ‘সে জাতীয় দলের জন্য নিজের ভালোবাসা দেখিয়েছে। যার প্রতিচ্ছবি তার সতীর্থদের মধ্যেও দেখা গেছে। সে জয়ের জন্য যে ক্ষুদাটা দেখায়। ’

(ওএস/এএস/আগস্ট ০৯, ২০২২)

পাঠকের মতামত:

১৯ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test