E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

তুরস্কে ফাইনালে বাংলাদেশের দুই জিমন্যাস্ট

২০২২ আগস্ট ১১ ১৭:৫৪:৫৩
তুরস্কে ফাইনালে বাংলাদেশের দুই জিমন্যাস্ট

স্পোর্টস ডেস্ক : তুরস্কের কোনিয়ায় চলতি ইসলামী সলিডারিটি গেমসের ফাইনালে উঠেছেন বাংলাদেশের দুই জিমন্যাস্ট আলী কাদের হক ও আবু সাইদ রাফি। ভল্টিং টেবিল প্রতিযোগিতায় আলী কাদের হক ১২. ৯৫০ পয়েন্ট পেয়ে এবং আবু সাইদ রাফি ১২.১৭৫ পয়েন্ট পেয়ে ফাইনালে জায়গা করে নিয়েছেন।

দলগতভাবে বাংলাদেশ ১২ দলের মধ্যে সৌদি আরব, কাতার, ইয়েমেন, জর্ডান, আলজেরিয়া ও পাকিস্তানকে পেছনে ফেলে ৬ষ্ঠ স্থান অধিকার করেছে। আবু সাঈদ রাফি ইন্ডিভিজুয়াল অল অ্যারাউন্ডে ২৮ জনের মধ্যে ১৪তম হয়েছেন।

শিশির আহমেদ ফ্লোর এক্সারসাইজ ইভেন্টে পায়ে চোট লাগার কারণে সবগুলো ইভেন্ট খেলতে পারেনি। টিম চ্যাম্পিয়নশিপের জন্য রিংস প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন।

স্থানীয় সময় সন্ধ্যা ৬.২৬ মিনিটে ভল্টিং টেবিলের ফাইনালে খেলবেন বাংলাদেশের দুই জিমন্যাস্ট আলী কাদের হক ও আবু সাইদ রাফি।

অ্যাথলেটিকসের ১০০ মিটারের ফাইনালে উঠলেও আর পেরে উঠেননি ইমরানুর রহমান। পুরুষ টেবিল টেবিল দল কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় নিয়েছেন। জিমন্যাস্টিকসের ফাইনালে দুইজন ওঠায় বাংলাদেশ এই ইভেন্ট থেকে পদক প্রত্যাশা করছে।

(ওএস/এসপি/আগস্ট ১১, ২০২২)

পাঠকের মতামত:

২৫ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test