E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

আসন্ন সিরিজ নিয়ে আশাবাদী সাকিব

২০১৪ অক্টোবর ২৩ ১৯:৩৫:৪৬
আসন্ন সিরিজ নিয়ে আশাবাদী সাকিব
 
 

স্পোর্টস ডেস্ক, ঢাকা : সাকিব আল হাসান নিষেধাজ্ঞা কাটিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ফিরেছেন। কিন্তু ঘরের মাঠে এখনো খেলা হয়নি সাকিবের। শনিবারই শেষ হচ্ছে অপেক্ষার প্রহর। জিম্বাবুয়ের বিপক্ষে হোম সিরিজ দিয়েই স্বাগতিক দর্শকদের সামনে মাঠে নামছেন সাকিব।

শনিবার বাংলাদেশের প্রতিপক্ষ জিম্বাবুয়ে। সাদা পোশাকে লাল বলের খেলা। দেশের মাটিতে খেলতে মুখিয়ে রয়েছেন সাকিব। প্রতিদিন অনুশীলনেও বেশ ব্যস্ত সময় কাটাচ্ছেন। ইনচনে এশিয়ান গেমসে ব্যাট হাতে রান পান। পাশাপাশি উইকেটও। ঘরের মাঠে বাংলাদেশ শক্ত প্রতিপক্ষ তা বলার অপেক্ষা রাখে না। তবুও জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট ও ওয়ানডে সিরিজ জিততে হলে সেরা খেলাটাই খেলতে হবে বাংলাদেশকে। এমনটিই জানিয়েছেন সাকিব। বৃহস্পতিবার অনুশীলন শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে সাকিব বলেন,‘জিম্বাবুয়ে দলকে সহজ মনে করার কোন কারণ নেই। আমরা যদি আমাদের সেরাটা খেলতে পারি, তাহলে সিরিজ জেতা সম্ভব।` টেস্ট জিততে হলে অবশ্যই ২০ উইকেট নিতে হয়। বাংলাদেশের বোলিং আক্রমণ ২০ উইকেট নেওয়ার মত নয় এমনটিই মনে করেন অনেকে।

ঢাকা টেস্টে সাকিব ছাড়াও স্পিনার হিসেবে রয়েছেন তাইজুল ইসলাম ও তরুণ জুবায়ের হোসেন লিখন। এ ছাড়া পেস বোলার হিসেবে থাকতে পারেন আল-আমিন হোসেন ও শাহাদাত হোসেন। এই পাঁচ বোলার নিয়েই বোলিং আক্রমণ সাজাতে পারে টিম ম্যানেজম্যান্ট। বিশ্বসেরা অলরাউন্ডার বোলিং আক্রমণ নিয়ে সন্তুষ্ট থাকলেও মাঠের পারফরমেন্সে বিশ্বাসী তিনি। সাকিব বলেন, ‘আমি সবসময় বলি টেস্ট জিততে হলে ২০ উইকেট নিতে হবে। এখন দেখার বিষয়, আমাদের বোলিং ইউনিট কেমন করে, তার ওপর সবকিছু নির্ভর করবে।`

সাকিব আরো বলেন, ‘এ বছরটা তো আমরা কেউই ভালো ক্রিকেটে খেলিনি। শেষ বার আমরা যখন হেরেছি আমার কাছে মনে হয় না আমরা খুব আত্মবিশ্বাসী ছিলাম। এবারও ঠিক তা-ই। ভালো খেলতে পারলে অবশ্যই জয় পাওয়া সম্ভব।’

(ওএস/পি/অক্টোবর ২৩, ২০১৪)

পাঠকের মতামত:

১৮ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test