E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

 

পদক নিতে অস্বীকার করায় নির্বাসিত সরিতা দেবী

২০১৪ অক্টোবর ২৩ ১৯:৫৬:০৪
পদক নিতে অস্বীকার করায় নির্বাসিত সরিতা দেবী
 
 

স্পোর্টস ডেস্ক, ঢাকা : ভারতীয় বক্সার সরিতা দেবী নির্বাসিত হলেন। ইনচন এশিয়ান গেমসে পদক নিতে অস্বীকার করায় এবং সরাসরি রেফারির বিরুদ্ধে ক্ষোভ দেখানোয় সরিতা দেবীকে অনির্দিষ্টকালের জন্য নির্বাসিত করল আন্তর্জাতিক বক্সিং সংস্থা (এআইবি)।

সরিতার সঙ্গে নির্বাসিত করা হয়েছে তার তিন কোচ গুরবক্স সিং সাঁধু, ব্লাস ফার্নান্ডেজ, সাগর মাল ধায়াল ও এশিয়ান গেমসে ভারতের শেফ অফ দি মিশন আদিল জে সুমারিওয়ালাকে। এরা কেউই আন্তর্জাতিক বক্সিং ফেডারেশনের কোনও ম্যাচ, অনুষ্ঠান কিংবা বৈঠকে উপস্থিত থাকতে পারবেন না। এই নির্বাসনের ফলে সরিতা দেবী কোরিয়ার জিজু আইল্যান্ডে অনুষ্ঠিতব্য নারীদের বক্সিং বিশ্বকাপে খেলতে পারবেন না।

অবশ্য সরিতা নিজে চিঠি লিখে আন্তর্জাতিক বক্সিং ফেডারেশনের কাছে ক্ষমা চেয়েছিলেন কিন্তু এরপরও তাকে তো ক্ষমা করেইনি, বরং সেইসঙ্গে ভারতীয় অফিসিয়ালদেরও শাস্তি দেওয়া হল। ইনচন এশিয়ান গেমসে ৬০ কেজি বিভাগের সেমিফাইনালে আয়োজক দেশ দক্ষিণ কোরিয়ার প্রতিযোগীর বিরুদ্ধে তাকে বিচারকরা অন্যায়ভাবে হারিয়ে দিয়েছেন, এই অভিযোগে সরিতা তার ব্রোঞ্জ পদক নিতে অস্বীকার করেন। এমন কী নিজের হাতে তা চতুর্থ স্থান পাওয়া প্রতিযোগীর গলায় পরিয়েও দিয়েছিলেন। এর শাস্তি হিসাবেই নির্বাসিত করা হল সরিতাকে।

(ওএস/পি/অক্টোবর ২৩, ২০১৪)

পাঠকের মতামত:

০৩ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test