E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

 

বাংলাদেশ-জিম্বাবুয়ে সিরিজের টিকিটের মূল্য মাত্র ২০ টাকা

২০১৪ অক্টোবর ২৩ ২০:১০:৩৫
বাংলাদেশ-জিম্বাবুয়ে সিরিজের টিকিটের মূল্য মাত্র ২০ টাকা
 
 

স্পোর্টস ডেস্ক, ঢাকা : ক্রিকেটপ্রেমীরা মাত্র ২০ টাকায় বাংলাদেশ ও জিম্বাবুয়ের মধ্যকার টেস্ট ম্যাচ স্টেডিয়ামে বসে দেখতে পারবেন। টেস্ট সিরিজের টিকিটের সর্বোচ্চ মূল্য ১ হাজার টাকা। টিকিট পাওয়া যাবে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক (ইউসিবি) থেকে। ২৫ অক্টোবর শুরু হবে প্রথম টেস্ট ম্যাচ। মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচটি অনুষ্ঠিত হবে। তবে প্রথম ম্যাচের টিকিট ব্যাংকের মিরপুর ব্রাঞ্চ ও স্টেডিয়ামের সামনে থেকে কিনতে হবে।

এদিকে, টেস্ট সিরিজের পর পাঁচ ম্যাচ ওয়ানডে ম্যাচ খেলবে দুই দল। ওয়ানডে ম্যাচের সর্বনিম্ন টিকিটের মূল্য ১০০ টাকা। সর্বোচ্চ ৩ হাজার টাকা। ঢাকায় অনুষ্ঠেয় ওয়ানডে ম্যাচগুলোর টিকিট বিক্রি হবে ব্যাংকের ৫টি শাখায়। শাখাগুলো হচ্ছে- ধানমন্ডি, মিরপুর, বিজয়নগর, বসুন্ধরা ও উত্তার শাখায়।

চট্টগ্রামের ম্যাচগুলোর টিকিট বিক্রি হবে দামপাড়া, হালিশহর, মুরাদপুর আন্দরকিল্লা শাখায়। খুলনায় অনুষ্ঠিত টেস্টের টিকিট বিক্রি হবে খুলনা প্রধান শাখা ও খানজাহান শাখায়। সরকারি ১৫ শতাংশ ভ্যাট দিয়ে দর্শকদের টিকিট কিনতে হবে। মিরপুরের প্রথম টেস্ট টিকিটের মূল্য : পূর্ব গ্যালারি ২০ টাকা, উত্তর ও দক্ষিণ গ্যালারি ৫০ টাকা, শহীদ মুস্তাক স্টান্ট ৭৫ টাকা, ভিআইপি ১০০ টাকা, গ্রান্ড স্টান্ট উত্তর ও দক্ষিণ ৩০০ টাকা।

বেক্সিমকো হসপিটালি বক্স উত্তর, বিসিবি প্রেসিডেন্স বক্স দক্ষিণ ১ হাজার টাকা। একই গ্যালারিতে ওয়ানডে ম্যাচের জন্য মিরপুর টিকিটের দাম ১০০, ১৫০, ৩০০, ৫০০, ১ হাজার, ২ হাজার ও ৩ হাজার টাকা। চট্টগ্রাম টেস্ট পূর্ব গ্যালারি ২০, পশ্চিম গ্যালারি ৫০, ক্লাব হাউস পূর্ব, পশ্চিম ও ইন্টারন্যাশনাল গ্যালারি ৭৫ টাকা। গ্র্যান্ড স্টান্ট ও হসপিটালিটি ৩০০ টাকা। হসপিটালিটি বক্স গ্রাউন্ড, বিসিবি করপোরেট ১ হাজার টাকা। একই গ্যালারিতে দুটি ওয়ানডে ম্যাচের টিকিটের দাম ১০০, ১৫০, ৩০০, ১ হাজার ও ৩ হাজার টাকা। খুলনা টেস্টের টিকিট দাম ইস্টার্ন স্টান্ট ২০, ওয়েস্টান গ্যালারি ৫০, ক্লাব হাউস পূর্ব ও পশ্চিম ৭৫ টাকা। ইন্টারন্যাশনাল পূর্ব ও পশ্চিম ১০০ টাকা ও বিসিবি করপোরেট ১ হাজার।

(ওএস/পি/অক্টোবর ২৩, ২০১৪)

পাঠকের মতামত:

০৩ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test