E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

 

পিসিবিকে আস্থার প্রতিদান দিলেন ইউনিস

২০১৪ অক্টোবর ২৩ ২০:১৮:২২
পিসিবিকে আস্থার প্রতিদান দিলেন ইউনিস
 
 

স্পোর্টস ডেস্ক, ঢাকা : ইউনিস খান অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে দল থেকে বাদ পড়েন। তিনি এরপর পাকিস্তান ক্রিকেট বোর্ডের সমালোচনায় মেতে ওঠেন। অল্পের জন্য বেঁচে গেলেন শাস্তি থেকে। দলের বর্তমান অবস্থা বিবেচনা করেই হয়তো ইউনিসকে শাস্তি দেয়নি পিসিবি। এরপর নাটকীয়ভাবে টেস্ট দলে জায়গা পান তিনি। তার ওপর আস্থা রেখেছিল বোর্ড। সেই আস্থার প্রতিদান দিলেন ইউনিসও। অস্ট্রেলিয়ার বিপক্ষে  প্রথম টেস্টেই হাসল তার ব্যাট। বিপদ থেকে দলকে টেনে তুললেন পাকিস্তানের অভিজ্ঞ এই ব্যাটসম্যান। পাকিস্তানের স্কোরসিটে ১০৬ রান যোগ করেন তিনি। তার সেঞ্চুরির সুবাদে প্রথম ইনিংসে পাকিস্তান করেছে ১৪৫ ওভারে ৪৫৪ রান।

এই শতকের মধ্য দিয়ে ১ ম্যাচে দুটি রেকর্ড গড়লেন ইউনিস খান। এটি টেস্ট তার ২৫তম সেঞ্চুরি। পাক ক্রিকেটারদের মধ্যে সর্বোচ্চ টেস্ট শতরান ছিল ইনজামান-উল হকের, ২৫টি। তাকে ছুঁয়ে ফেললেন ইউনিস। শুধু তাই নয়, তিনি হলেন বিশ্বের ১২তম ক্রিকেটার, যিনি সব টেস্ট খেলিয়ে দেশের বিপক্ষেই শতরান পেলেন। টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেন পাকিস্তান অধিনায়ক মিসবাহ-উল-হক। তবে ধাক্কা খায় তারা। প্রথম ওভারেই দলের ১ রানের মাথায় মিচেল জনসনের বলে ফিরে যান মোহাম্মদ হাফিজ (০)।

চতুর্থ ওভারে আউট আহমেদ শেহজাদ (৩)। দলের রান তখন ৭। এই পরিস্থিতিতে হাল ধরেন আজহার আলী এবং ইউনিস খান। এই দুই জন তৃতীয় উইকেটে যোগ করেন ১০৮ রান। আজহার করেন ৫৩। ইউনিসের ১০৬ রানের ইনিংসে আছে ১০টি চার, ১টি ছয়। প্রথম দিনের শেষে পাকিস্তানের সংগ্রহ ছিল ৪ উইকেটে ২১৯ রান। ক্রিজে ছিলেন মিসবাহ (৩৪) এবং আসাদ শাফিক (৯)। এরপর দ্বিতীয় দিনে ব্যাট করতে নেমে আত্মবিশ্বাসী ব্যাটিং করেছে পাকিস্তান। জোড়া হাফসেঞ্চুরির দেখা পেয়েছেন মিসবাহ(৬৯) ও আসাদ শফিক(৮৯)।

এরপর হাফসেঞ্চুরি করেন উইকেটকিপার সরফরাজ আহমেদ। কিন্তু এখানেই থেমে ছিল না তার ব্যাট। হাফসেঞ্চুরিকে পরবর্তীতে সেঞ্চুরিতে পরিণত করেন সরফরাজ। ১৪ চারে সাজানো ১০৯ রানের ঝলমলে ইনিংস আসে তার ব্যাট থেকে। তার তাতে ১৬ বছর পর অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্টে ৪০০ প্লাস রান সংগ্রহ করে পাকিস্তান। দুবাই টেস্টের প্রথম ইনিংসে পাকিস্তান ৪৫৪ রানের বড় সংগ্রহ গড়েছে। এর আগে পাকিস্তান সর্বশেষ ১৯৯৮ সালে পেশোয়ার টেস্টে অস্ট্রেলিয়ার বিপক্ষে ৯ উইকেটে ৫৮০ রান তোলে ইনিংস ঘোষণা করে। এরপর ১৬ বছর কেটে গেলেও অসিদের বিপক্ষে ৪০০ রানের দেখা পায়নি পাকিস্তান।

(ওএস/পি/অক্টোবর ২৩, ২০১৪)

পাঠকের মতামত:

০৩ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test