E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

ফিফা র‌্যাঙ্কিং-এ ৫ ধাপ এগিয়ে গেল বাংলাদেশ

২০১৪ অক্টোবর ২৪ ২১:২৭:৫০
ফিফা র‌্যাঙ্কিং-এ ৫ ধাপ এগিয়ে গেল বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক, ঢাকা : বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফার র‌্যাঙ্কিং বৃহস্পতিবার প্রকাশিত হয়েছে। নতুন র‌্যাঙ্কিং অনুযায়ী বাংলাদেশ ৫ ধাপ এগিয়েছে। বর্তমানে ১৭৬ নম্বরে অবস্থান করছে বাংলাদেশ। র‌্যাঙ্কিংয়ের শীর্ষ ৩ অবস্থানে কোনো পরিবর্তন ঘটেনি। যথারীতি এক নম্বরে রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন জার্মানি, দ্বিতীয়স্থানে রয়েছে আর্জেন্টিনা এবং তৃতীয়স্থানে কলম্বিয়া। এক ধাপ অবনতি হওয়ায় নেদারল্যান্ডস নেমে গেছে ৫ নম্বরে। ৪ নম্বরে উঠে এসেছে বেলজিয়াম। ব্রাজিলের উন্নতি-অবনতি কিছুই হয়নি। ৬ নম্বরেই রয়েছে পাঁচ বারের বিশ্বচ্যাম্পিয়নরা। ২ ধাপ উন্নতির কারণে ফ্রান্স উঠে এসেছে ৭ নম্বরে। এক ধাপ অবনতির কারণে উরুগুয়ে অবস্থান করছে ৮ নম্বরে। ২ ধাপ উপরে উঠে আসায় পর্তুগালের অবস্থান ৯ নম্বরে। দশমস্থানে রয়েছে স্পেন।

প্রতিবেশী দেশ ভারতের এক ধাপ অবনতি হয়েছে, তাদের অবস্থান ১৫৯ নম্বরে। দুই ধাপ উন্নতির কারণে শ্রীলঙ্কা অবস্থান করছে ১৭৪ নম্বরে। নেপাল রয়েছে ১৭৯তম স্থানে।

(ওএস/পি/অক্টোবর ২৪, ২০১৪)

পাঠকের মতামত:

০৩ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test