E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

তাইজুলকে নিয়ে ফেবসুকে ঝড়

২০১৪ অক্টোবর ২৭ ১৯:৫৬:১১
তাইজুলকে নিয়ে ফেবসুকে ঝড়

স্পোর্টস ডেস্ক, ঢাকা : ক্রিকেটপ্রেমীরা কয়েক মাস আগেও তাইজুল ইসলামকে ভালোভাবে চিনতেন না। কিন্তু নিজের জাত চেনাতে তাইজুলকে খেলতে হয়েছে মাত্র তিনটি টেস্ট! জাতীয় দলের হয়ে সংক্ষিপ্ত এই ক্যারিয়ারে একটি জয়ও দেখে ফেলেছেন তিনি। সৌভাগ্যবান বলতেই হবে তাইজুলকে।

জয় নামক শব্দটি যেখানে ভুলতে বসেছিল বাংলাদেশ, সেই দলকে জিতিয়ে মাঠ ছেড়েছেন তিনি। এখন তাইজুলকে নিয়ে ফেবসুকে ঝড় উঠবে, এটাই স্বাভাবিক। সামাজিক যোগাযোগমাধ্যমে কেউ বা আবার মাত্রাতিরিক্ত প্রশংসাও করছেন তাইজুলের। তাদের কারো কারো দাবি, বাংলাদেশের ইতিহাসে সেরা স্পিনারের আবির্ভাব হলো! কথাটি শুনলে বাড়াবাড়ি মনে হলেও এক দিক থেকে তাইজুল কিন্তু বাংলাদেশের সেরা বোলার। বাংলাদেশের ইতিহাসে এক ইনিংসে সর্বোচ্চ ৮ উইকেট নেওয়া একমাত্র বোলার এখন তিনিই।

ফেসবুকে এক ক্রিকেটপ্রেমী লিখেছেন, ‘শুরুতেই চমক! আশা করছি, অন্যদের মতো হারিয়ে যাবেন না তাইজুল।’ তাইজুলের প্রশংসা করতে গিয়ে এক ভক্ত ফেসবুকে পোস্ট করেছেন, ‘তাইজুল বাংলাদেশের বোলিং আক্রমণকে আরো শক্তিশালী করেছেন। সাকিবের সঙ্গে জুটি বেঁধে দেশকে বেশি বেশি জয় উপহার দেবেন, এ আশাই থাকবে তার কাছে। তাইজুলকে অভিনন্দন।’ দুই ইনিংস মিলে তাইজুল বল হাতে নিয়েছেন নয়টি উইকেট। প্রথম ইনিংসে ৪২ রান খরচায় একটি, আর দ্বিতীয় ইনিংসে ৩৯ রানে আটটি উইকেট দখলে নেন তিনি। শুধু বল হাতে নয়, ব্যাট হাতেও বাংলাদেশকে পথ দেখিয়েছেন তাইজুল। দুই ইনিংস মিলে তার ব্যাট থেকে এসেছে ৩৪ রান (১৯+১৫)। পাক্কা অলরাউন্ডিং পারফরম্যান্স। বাংলাদেশ তিন উইকেটে জয় পেয়েছে। বলতে গেলে তাইজুলের কাছেই হেরেছে জিম্বাবুয়ে।

ওয়ানডেতে যেমন-তেমন, টেস্টে আরো বাজে অবস্থার মধ্য দিয়ে সময় পার করছে বাংলাদেশ। সেই টেস্টেই জয় এল তাইজুলের হাত ধরে! অবাক হওয়ার কিছু নেই। প্রতিভা থাকলে তা বিকশিত হবেই। তবে চর্চা ছাড়া সেই প্রতিভা গহিন অরণ্যে আশ্রয় নেয়, এ কথাও মনে রাখতে হবে তাইজুলকে। বাংলাদেশের জয়ের নায়ককে ফেসবুকপ্রেমীদের অভিনন্দন ও শুভ কামনা রইল।

(ওএস/পি/অক্টোবর ২৭, ২০১৪)

পাঠকের মতামত:

১৮ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test