E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

ব্যালন ডি’অর পুরস্কার প্রার্থীদের সংক্ষিপ্ত তালিকা প্রকাশ

২০১৪ অক্টোবর ২৮ ১৮:৩৫:২৭
ব্যালন ডি’অর পুরস্কার প্রার্থীদের সংক্ষিপ্ত তালিকা প্রকাশ

স্পোর্টস ডেস্ক, ঢাকা : সংক্ষিপ্ত তালিকা প্রকাশ করা হয়েছে ফিফা ব্যালন ডি’অরের পুরস্কার প্রার্থীদের। ২৩ জনের সংক্ষিপ্ত তালিকায় রিয়াল মাদ্রিদের পর্তুগিজ অধিনায়ক ক্রিশ্চিয়ানো রোনালদো, বার্সেলোনার আর্জেন্টাইন ফরোয়ার্ড লিওনেল মেসি, গ্যারেথ বেল, নেইমার ছাড়াও রয়েছেন আরো অনেক তারকা ফুটবলারের নাম।

‘ব্যালন ডি’অর’ সন্দেহাতীতভাবে বিশ্ব ফুটবলারদের জন্য সর্বোচ্চ সম্মাননা ও পদক। বর্তমান ব্যালন ডি’অর জয়ী পর্তুগিজ তারকা ক্রিশ্চিয়ানো রোনালদো। এর আগে ২০০৮ সালেও ফিফা বর্ষসেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছিলেন। ২০০৮ সালের পর টানা চার বছর ‘ব্যালন ডি’অর’ পুরস্কারটি নিজের সম্পত্তি বানিয়ে ফেলেছিলেনে আর্জেন্টাইন ক্ষুদে জাদুকর লিওনলে মেসি। ২০০৯-১২ টানা চারবার ফিফা বর্ষসেরা খেলোয়াড়ের পুরস্কার জিতে ‘বিরল’ রেকর্ড গড়েন মেসি। আর কোনো খেলোয়াড় চারবার বিশ্বসেরার মুকুট পরতে পারেননি।

আগামি বছরের ১২ জানুয়ারি জুরিখে এক আড়ম্বরপূর্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে ব্যালন ডি’অর জয়ীর নাম ঘোষণা করা হবে।

তালিকায় স্থান পাওয়া ফুটলাররা হচ্ছেন: গ্যারেথ বেল (ইংল্যান্ড), ডিয়েগো কস্তা (স্পেন), থিবাট কোর্টোইস (বেলজিয়াম), ক্রিশ্চিয়নো রোনালদো (পর্তুগাল), ডি মারিয়া (আর্জেন্টিনা), মারিও গোৎজে (জার্মানি), করিম বেনজামা (ফ্রান্স), এডেন হাজার্ড (বেলজিয়াম), ইব্রাহিমোভিচ (সুইডেন), আন্দ্রেস ইনিয়েস্তা (স্পেন), টনি ক্রুস (জার্মানি), ফিলিপ লাম (জার্মানি), জাভিয়ের মাশ্চেরানো (আর্জেন্টিনা), লিওনেল মেসি (আর্জেন্টিনা), থমাস মুলার (জার্মানি), ম্যানুয়েল ন্যয়ার (জার্মানি), নেইমার (ব্রাজিল), পল পোগবা (ফ্রান্স), সার্জিও রামোস (স্পেন), আরিয়েন রবেন (নেদারল্যান্ডস), জেমস রদ্রিগেজ (কলম্বিয়া), বাস্টিয়ান শোয়েইনস্টেইগার (জার্মানি) ও ইয়াইয়া তোরে (আইভোরি কোস্ট)।

(ওএস/পি/অক্টোবর ২৮, ২০১৪)

পাঠকের মতামত:

২০ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test