E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

দল হেরে যাওয়ায় ক্লাব প্রেসিডেন্টকে গুলি করে হত্যা

২০২৩ সেপ্টেম্বর ২৬ ১২:৪৭:৪৫
দল হেরে যাওয়ায় ক্লাব প্রেসিডেন্টকে গুলি করে হত্যা

স্পোর্টস ডেস্ক : মর্মান্তিক ঘটনাটি ঘটেছে লাতিন আমেরিকান দেশ কলম্বিয়ায়। দেশটির দ্বিতীয় বিভাগ ফুটবল দল টাইগ্রেস এফসি সোমবার একটি ম্যাচে হেরে যাওয়ার কারণে ক্লাব প্রেসিডেন্ট এডগার পায়েজকে গুলি করে হত্যা করলো দুর্বৃত্তরা।

সোমবার নিজেদের মাঠে ম্যাচ ছিল টাইগ্রেস এফসির। প্রতিপক্ষ ছিল অ্যাটলেটিকো এফসি। সফরকারীদের কাছে ৩-২ গোলের ব্যবধানে হেরে যায় টাইগ্রেসরা।

ম্যাচ শেষে নিজের কন্যাকে সঙ্গে নিয়ে ব্যক্তিগত গাড়িতে বাসায় ফিরছিলেন ৬৩ বছর বয়সী এডগার পায়েজ। স্থানীয় মিডিয়া রিপোর্ট প্রকাশ করেছে, স্টেডিয়ামের কাছেই দুই ব্যক্তি মোটরসাইকেলে করে এসে খুব কাছ থেকে এডগার পেরেজকে গুলি করেন।

গুলিতে পিতার মৃত্যু হলেও, সাথে থাকার কন্যার কিছু হয়নি। তাকে আতঙ্কগ্রস্থ অবস্থায় উদ্ধার করা হয়। স্থানীয় প্রশাসন জানিয়েছে, এ ঘটনায় দ্রুত তদন্ত চলছে এবং দুর্বৃত্তদের গ্রেফতার করা হবে।

প্রেসিডেন্টের মৃত্যুর পর ক্লাবের পক্ষ থেকে বিবৃতি দেয়া হয়। সেখানে তারা লিখেছে, ‘টাইগ্রেস পরিবার এবং ক্রীড়ামনস্ক সব মানুষই এই ঘটনায় বিধ্বস্ত হয়ে পড়েছে।’

বিবৃতিতে আরও লেখা হয়েছে, ‘দলের প্রতি তার নিবেদন, অঙ্গীকার ছিল অসাধারণ। আমাদের অঞ্চলে খেলাধুলার প্রসারে তার ভূমিকা অনস্বীকার্য। যিনিই তার কাছাকাছি হওয়ার সুযোগ পেয়েছেন, তিনিই জানেন, খেলাধুলার প্রতি কতটা অন্তপ্রাণ ছিলেন এডগার পায়েজ।’

কলম্বিয়ান পেশাদার ফুটবল লিগ মেজর ডিভিশনের প্রেসিডেন্ট ফার্নান্দো জারামিলো বলেন, ‘এই ঘটনায় আমরা ক্ষুব্ধ। দ্রুত জড়িতদের গ্রেফতার এবং শাস্তি নিশ্চিত করতে হবে। একই সঙ্গে পায়েজের ফুটবলের প্রতি নিবেদন ছিল আমাদের সবার জন্য অনুকরণীয়।’

পায়েজের সম্মানে কলম্বিয়ান ফুটবল লিগগুলোর আগামী ২ রাউন্ডে এক মিনিট করে নীরবতা পালন করা হবে।

(ওএস/এএস/সেপ্টেম্বর ২৬, ২০২৩)

পাঠকের মতামত:

০৭ নভেম্বর ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test