E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

আইনি বাধা এড়িয়ে অনুশীলনে ব্রাজিল তারকা অ্যান্টোনি

২০২৩ অক্টোবর ০১ ১৮:২৩:৪৪
আইনি বাধা এড়িয়ে অনুশীলনে ব্রাজিল তারকা অ্যান্টোনি

স্পোর্টস ডেস্ক : দীর্ঘ পাঁচ ঘণ্টা ধরে পুলিশি জেরার পর অবশেষে অনুশীলনে ফেরার অনুমতি পেয়েছেন ম্যানচেস্টার ইউনাইটেডের ব্রাজিলিয়ান ফরোয়ার্ড অ্যান্টোনি। তার বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ থাকায় পুলিশ তাকে জিজ্ঞাসাবাদ করে। তবে জিজ্ঞাসাবাদে উল্লেখযোগ্য কোনো কিছু না পেয়ে পুলিশ তাকে অনুশীলনে ফেরার অনুমতি দেয়।

গত মঙ্গলবার ব্রাজিল থেকে ম্যানচেস্টারে আসেন অ্যান্টোনি। দুইদিন পর অভিযোগের বিষয়ে আলোচনা করতে তিনি ম্যানচেস্টার পুলিশের সঙ্গে সাক্ষাৎ করেন। এরপর বিষয়টি নিয়ে পুলিশ তার কাছে জানতে চাইলে তিনি সে অভিযোগ অস্বীকার করেন।

এমনকি তার স্বপক্ষে দলিলাদিও পেশ করেন। পরে তাকে ম্যানইউ দলীয় অনুশীলনে যাওয়ার অনুমতি দেয় পুলিশ। তবে অনুশীলনে থাকলেও ক্রিস্টাল প্যালেসের বিপক্ষে শনিবার মাঠে নামেননি তিনি।

গত ১০ সেপ্টেম্বর থেকে ইউনাইটেডের হয়ে মাঠে নামছেন না অ্যান্টোনি। সাবেক বান্ধবী গেব্রিলা ক্যাভালিন তার বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ আনার পর থেকে ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাবটি ছুটিতে পাঠায় ব্রাজিলিয়ান তারকাকে।

গেব্রিলার অভিযোগ, অ্যান্টোনি তার সাথে উগ্র আচরণ করেছেন। তার উপর শারীরিক ও মানসিক নির্যাতন চালিয়েছেন। গেব্রিলা ছাড়াও আরো দুই ব্রাজিলিয়ান নারী অ্যান্টোনির বিরুদ্ধে অনুরূপ অভিযোগ এনেছিলেন।

চলতি বছরের জুনে তার বিরুদ্ধে প্রথমবারের মত এ ধরনের অভিযোগ উঠেছিল। এরপর থেকেই তিনি ব্রাজিল ও ম্যানচেস্টার পুলিশের সাথে এ বিষয়ে দফারফার চেষ্টা করেন। সবশেষ বৃহস্পতিবার নিজের অবস্থানের স্বপক্ষে দালিলিক প্রমাণ পেশ করলে অ্যান্টোনিকে মাঠে ফেরার অনুমতি দেয় পুলিশ।

(ওএস/এসপি/অক্টোবর ০১, ২০২৩)

পাঠকের মতামত:

০৬ অক্টোবর ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test