E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

বিশ্বকাপে আফগানিস্তানের পরামর্শক জাদেজা

২০২৩ অক্টোবর ০৩ ১২:৫২:৪৫
বিশ্বকাপে আফগানিস্তানের পরামর্শক জাদেজা

স্পোর্টস ডেস্ক : আসন্ন ওয়ানডে বিশ্বকাপে আফগানিস্তানের পরামর্শক হিসেবে যোগ দিয়েছেন সাবেক ভারতীয় ব্যাটার অজয় জাদেজা। যদিও কোচিংয়ে তার খুব একটা অভিজ্ঞতা নেই বললেই চলে।

২০১৫ সালে দিল্লি রঞ্জি দলের কোচ হিসেবে কাজ করেছেন কিছুদিন। ক্রিকেট ছাড়ার পর পুরোপুরি ধারাভাষ্যেই মনোযোগ দেন। তবে এবারের বিশ্বকাপে আফগান ড্রেসিংরুমে দেখা যাবে তাকে।
১৯৯২ থেকে ২০০০ সাল পর্যন্ত ভারতীয় দলে নিয়মিত সদস্য ছিলেন জাদেজা। ১৯৬ ওয়ানডে খেলে ৫ হাজার ৩৫৯ রান করেন তিনি। ১৯৯৬ বিশ্বকাপে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের বিপক্ষে বিধ্বংসী এক ইনিংস খেলায় আজও স্মরণীয় এই ব্যাটার। বেঙ্গালুরুতে সেদিন ওয়াকার ইউনিসের মতো বোলারকে ছাতুপেটা করে শেষ দুই ওভারে ৪০ রান তোলেন তিনি। শেষ পর্যন্ত ২৫ বল খেলে অপরাজিত থাকেন ৪৫ রানে।

এদিকে বিশ্বকাপ মানেই আফগানদের জন্য কেবল হতাশা। গত আসরে ৯টি ম্যাচ খেলে সবকটিতেই হেরেছে তারা। একমাত্র জয় এসেছিল ২০১৫ বিশ্বকাপে স্কটল্যান্ডের বিপক্ষে। আগামী ৭ অক্টোবর বাংলাদেশের বিপক্ষে ম্যাচ দিয়ে আসর শুরু করবে আফগানরা।

(ওএস/এসপি/অক্টোবর ০৩, ২০২৩)

পাঠকের মতামত:

০৬ ডিসেম্বর ২০২৩

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test