E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

দ্বিতীয় দিনের খেলা পরিত্যক্ত ঘোষণা

২০২৩ ডিসেম্বর ০৭ ১৪:২০:৪৬
দ্বিতীয় দিনের খেলা পরিত্যক্ত ঘোষণা

স্পোর্টস ডেস্ক : বোঝাই যাচ্ছিলো এমন বৃষ্টি থামার কথা না। আর বৃষ্টি থাকলে খেলা শুরুরও কোনো সম্ভাবনা নেই। খেলা শুরুর পূর্বশর্তই ছিলো বৃষ্টি থামতে হবে। বৃষ্টি বন্ধ হলেও খেলা শুরু করা যেতো। শেরে বাংলার আউটফিল্ডের যে পানি নিষ্কাশন ব্যবস্থা, তাতে বৃষ্টি থামার এক ঘণ্টারও কম সময়ের মধ্যে খেলা শুরু সম্ভব।

আশা ছিল হয়ত দুপুরের পর আকাশ পরিষ্কার হলে শেষ সেশনে খেলা হতেও পারে; কিন্তু তা আর হয়নি। বৃষ্টিতে ভেসে গেলো আজ বৃস্পতিবার মিরপুর টেস্টের দ্বিতীয় দিনের খেলা। দুপুর ১টা ৫৬ মিনিটে দিনের খেলা পরিত্যক্ত ঘোষণা করা হয়। শুক্রবার যথারীতি সকালো ৯টা ১৫ মিনিটে তৃতীয়দিনের খেলা শুরু হবে।

ঘূর্ণিঝড় মিগজাউমের প্রভাবে বুধবার রাত থেকেই ঢাকাসহ সারাদেশে বৃষ্টি হচ্ছে। অসময়ের এই বৃষ্টির প্রভাব পড়েছে মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে চলমান বাংলাদেশ এবং নিউজিল্যান্ডের মধ্যকার টেস্ট ম্যাচে। শেষ পর্যন্ত দ্বিতীয় দিনের খেলা ভাসিয়েই দিয়েছে মিগজাউম।

বুধবার প্রথম দিনের খেলা নির্বিঘ্নেই শেষ হয়েছে। স্পিনারদের দাপটে দুই দলের’ই মোট ১৫টি উইকেট পড়েছে। আজ ৫ উইকেটে ৫৫ রান নিয়ে বাংলাদেশ সময় সকাল সোয়াব্যাট করতে নামার কথা ছিল নিউজিল্যান্ড ব্যাটার ড্যারিল মিচেল এবং গ্লেন ফিলিপসের।

কিন্তু রাত থেকে তুমুল বৃষ্টি হওয়ায় এমনিতেই মাঠ ছিল ভেজা। আবার সকাল থেকে টানা গুড়ি গুড়ি বৃষ্টি, আবহওয়াকে খেলার প্রতিকূলে নিয়ে গেছে। যার ফলে সোয়া ৯টায় খেলা শুরু করা সম্ভব হয়নি।

এর আগে প্রথম দিন টস জিতে ব্যাট করতে নেমে বাংলাদেশ অলআউট হয়েছিলো ১৭২ রানে। সর্বোচ্চ ৩৫ রান করেন মুশফিকুর রহিম। ৩১ রান করেন জবাব দিতে নেমে ৪৬ রানে নিউজিল্যান্ড হারায় ৫ উইকেট। মেহেদী হাসান মিরাজ নেন ৩ উইকেট এবং ২ উইকেট নেন তাইজুল ইসলাম।

(ওএস/এএস/ডিসেম্বর ০৭, ২০২৩)

পাঠকের মতামত:

০৬ অক্টোবর ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test