E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

ভারতের কাছে ক্ষমা চাইল ওয়েস্ট ইন্ডিজ

২০১৪ নভেম্বর ১১ ১৮:০৬:৫৮
ভারতের কাছে ক্ষমা চাইল ওয়েস্ট ইন্ডিজ

স্পোর্টস ডেস্ক, ঢাকা : ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড মাঝপথে সিরিজ বাতিলের জন্য বিসিসিআই-এর কাছে ক্ষমা চাইল। সোমবার সেই চিঠি প্রাপ্তির কথা নিশ্চিত করেছেন বিসিসিআই সচিব সঞ্জয় প্যাটলে। সচিব জানান, ‘ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ডের কাছ থেকে আমরা চিঠি পেয়েছি৷ মাঝপথে সিরিজ বাতিলের জন্য আমাদের কাছে ক্ষমা চেয়ে নিয়েছে ক্যারিবিয়ান বোর্ড৷ এই নিয়ে ২০ তারিখ বোর্ডের সভায় বিস্তারিত আলোচনা হবে৷’

প্রসঙ্গত সিরিজের মাঝপথে সফর বাতিলের জন্য ক্যারিবিয়ান বোর্ডের কাছে ২৫০ কোটি টাকা ক্ষতিপূরণ দাবি করে বিসিসিআই৷ এদিন চিঠির উত্তর দিতে গিয়ে ক্যারিবিয়ান বোর্ডের কাছে অর্থ দাবি করে বিসিসিআই। ২০২৩ সাল পর্যন্ত ক্যারিবিয়ান বোর্ড যা আয় করবে, তার পঞ্চাশ শতাংশ দেওয়ার দাবি জানায় বিসিসিআই।

(ওএস/পি/অক্টোবর ১১, ২০১৪)

পাঠকের মতামত:

১৮ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test