E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

আগামীকাল শুরু হচ্ছে বাংলাদেশ-জিম্বাবুয়ে সিরিজের তৃতীয় ও শেষ টেস্ট

২০১৪ নভেম্বর ১১ ১৯:৩১:২৮
আগামীকাল শুরু হচ্ছে বাংলাদেশ-জিম্বাবুয়ে সিরিজের তৃতীয় ও শেষ টেস্ট

স্পোর্টস ডেস্ক, ঢাকা : আবার ক্রিকেট বন্দর নগরীতে ফিরছে। আগামিকাল বুধবার থেকে শুরু হচ্ছে বাংলাদেশ-জিম্বাবুয়ের মধ্যকার তিন ম্যাচ সিরিজের তৃতীয় ও শেষ টেস্ট। জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ম্যাচ শুরু হবে সকাল ৯.৩০ মিনিটে।

এ বছরের ফেব্রয়ারীতে এ স্টেডিয়ামে সর্বশেষ টেস্ট ম্যাচ খেলেছিল বাংলাদেশ। সেবার শক্তিশালী শ্রীলংকার বিপক্ষে টেস্ট ড্র করেছিল মুশফিকুর রহিমের দল। জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে বরাবরই ভালো রান ওঠে। শ্রীলংকার বিপক্ষে সে ম্যাচে ৫ দিনে দু’দল মিলে সর্বমোট রান করেছিল ১৫৮৯। শ্রীলংকা প্রথম ইনিংসে তোলে ৫৮৭ রান। জবাবে বাংলাদেশ দল ইমরুল কায়েস ও শামসুর রহমানের জোড়া শতকে প্রথম ইনিংসে তুলেছিল ৪২৬ রান। দ্বিতীয় ইনিংসেও স্বাচ্ছন্দে ব্যাট করে বাংলাদেশ ও শ্রীলংকা। সাঙ্গাকারার সেঞ্চুরিতে ৪ উইকেটে ৩০৫ রান করে দ্বিতীয় ইনিংস ঘোষনা করে সফরকারীরা। ৪৬৭ রানের জয়ের লক্ষ্যমাত্রা দেয় বাংলাদেশকে। মুমিনুল হকের সেঞ্চুরিতে বাংলাদেশ ৩ উইকেটে ২৭১ রান তুললে উভয় দলের অধিনায়কের সম্মতিক্রমে আম্পায়ার ম্যাচটি ড্র ঘোষনা করে। সে ম্যাচেই শ্রীলংকান গ্রেট ব্যাটসম্যান কুমার সাঙ্গাকারা হাঁকিয়েছিলেন ক্যারিয়ারসেরা ৩১৯ রান। এ মাঠে সর্বোচ্চ ব্যাক্তিগত ইনিংস সাঙ্গাকারারই দখলে।

জহুর আহমেদ স্টেডিয়ামের সর্বোচ্চ দলীয় সংগ্রহ গড়েছিল ইংল্যান্ড। ২০১০ সালে ৬ উইকেটে ৫৯৯ রান করে ইনিংস ঘোষনা করেছিল তারা। ২০০৬ সালে এ মাঠেই ডাবল সেঞ্চুরি হাঁকিয়েছিলেন অস্ট্রেলিয়ার জ্যাসন গিলেস্পি। ২০০৬ সালে আন্তর্জাতিক ভেন্যু হিসেবে স্বীকৃতি পাওয়া এই স্টেডিয়ামে সবচেয়ে বেশি রান সংগ্রাহক বাংলাদেশের মুশফিকুর রহিম। এ মাঠে ৯টি টেস্ট ম্যাচ খেলে এক সেঞ্চুরি ও পাচটি অর্ধশতকে তার রান সংখ্যা ৭২৩। এর পরেই আছেন কুমার সাঙ্গাকারা। তিন ম্যাচে তার সংগ্রহ ৫৯৮ রান।

এ মাঠেই আগামিকাল আরেকটি রেকর্ড হতে যাচ্ছে। বাংলাদেশের হয়ে সবচেয়ে বেশি বার টেস্টে নেতৃত্ব দিয়েয়েছেন সাবেক অধিনায়ক হাবিবুল বাশার (১৮ ম্যাচ)। তারই সমসংখ্যাক টেস্ট ম্যাচ নেতৃত্ব দিয়ে ফেলেছেন মুশফিকুর রহিম। বুধবার অধিনায়ক হয়ে জিম্বাবুয়ের বিপক্ষে টস পর্বে অংশ নেয়ার সাথে সাথে হাবিবুল বাশারকেও টপকে যাবেন মুশফিক। আর সেটা চট্রগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম থেকেই হতে চলেছে।

এখন দেখার ৩-০ তে টেস্ট সিরিজ জয়ের বিরল চিত্রের চিত্রনাট্য মুশফিকরা রচনা করতে পারেন কিনা; বন্দর নগরীর এই স্টেডিয়ামে। খেলা হবে মাঠের ৫ নম্বর উইকেটে। অতীত অভিজ্ঞতা আর পিচের বর্তমান রুপ ধারণা দিচ্ছে রানের মধ্য দিয়েই গড়াবে চট্রগ্রাম টেস্ট। পুরো পাঁচদিন জুড়েই চলবে সাকিব-মাসাকাদজাদের লড়াই!

(ওএস/পি/অক্টোবর ১১, ২০১৪)

পাঠকের মতামত:

১৮ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test