E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

বাংলাদেশের সংগ্রহ ৩০৩

২০১৪ নভেম্বর ১২ ১৭:০৫:১৬
বাংলাদেশের সংগ্রহ ৩০৩

স্পোর্টস ডেস্ক : সিরিজের তৃতীয় ও শেষ টেস্টের প্রথম দিন শেষে জিম্বাবুয়ের বিপক্ষে বাংলাদেশের সংগ্রহ ২ উইকেটে ৩০৩ রান। মমিনুল হক (৪৬) ও মাহমুদুল্লাহ রিয়াদ (৫) রানে অপরাজিত রয়েছেন।

বুধবার সকাল সাড়ে ৯টায় চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী ক্রিকেট স্টেডিয়ামে এ খেলা শুরু হয়।

বাংলাদেশের ব্যাটসম্যানদের মধ্যে তামিম ইকবাল (১০৯) ও ইমরুল কায়েস (১৩০) রান করে আউট হন।

আজকের সেঞ্চুরির মধ্য দিয়ে মোহাম্মদ আশরাফুলের সেঞ্চুরির পাশে তামিম ইকবালের নাম লেখা হলো। আশরাফুল-তামিম দুজনেই বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ ছয়টি শতকের মালিক। ইমরুল কায়েসের ক্যারিয়ারে এটি তার দ্বিতীয় শতক।

প্রথম উইকেট জুটিতে তারা দুজন মিলে রেকর্ড ২২৪ রান সংগ্রহ করেন। এর আগে ২০১০ সালে প্রথম উইকেট জুটিতে তামিম ও ইমরুল মিলে ১৮৫ রান করেছিলেন।

তামিমের সেঞ্চুরিটি সাজিয়েছেন ১৫০ বলে ১৪টি চার ও একটি ছক্কার সাহায্যে। ইমরুল কায়েসের সেঞ্চুরিটি সাজিয়েছেন ১৯৫ বলে ৯টি চার ও একটি ছক্কার মাধ্যমে।

তামিম ইকবাল ও ইমরুল কায়েসের জুটি দিনের শুরু থেকেই মাথা ঠাণ্ডা রেখে রানের চাকাটা সচল রেখেছেন। তাদের খেলা প্রাণভরেই উপভোগ করছেন চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে উপস্থিত দর্শকেরা।

টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় বাংলাদেশ।

তিন টেস্টের দুটিতে জয়লাভ করে সিরিজ জয় করেছে বাংলাদেশ। তৃতীয় টেস্টে জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশ করার লক্ষ্য নিয়ে মাঠে নামে টাইগাররা।

বাংলাদেশ : তামিম ইকবাল, ইমরুল কায়েস, মমিনুল হক, মাহমুদুল্লাহ রিয়াদ, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম (অধিনায়ক), শুভাগত হোম, তাইজুল ইসলাম, শফিউল ইসলাম, রুবেল হোসেন, জোবায়ের হোসেন।

জিম্বাবুয়ে : সিকান্দার রাজা, ব্রায়ান চারি, হ্যামিলটন মাসাকাদজা, ব্রেন্ডন টেলর (অধিনায়ক), ক্রেইগ আরভিন, এলটন চিগুম্বুরা, রেগিস চাকাভা, টিনাশে পানিয়াঙ্গারা, নাতসাই এমশ্যাংউই, মাটুমবামি, এসডব্লি মাসাকাদজা।


(ওএস/এএস/নভেম্বর ১২, ২০১৪)

পাঠকের মতামত:

১৮ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test