E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

বাংলাদেশের সংগ্রহ ৫০৩, ব্যাট করছে জিম্বাবুয়ে

২০১৪ নভেম্বর ১৩ ১৫:২২:৪০
বাংলাদেশের সংগ্রহ ৫০৩, ব্যাট করছে জিম্বাবুয়ে

স্পোর্টস ডেস্ক : চট্রগ্রাম টেস্টের প্রথম ইনিংসে বাংলাদেশ দল ৫০৩ রান সংগ্রহ করেছে। এটিই জিম্বাবুয়ের বিপক্ষে বাংলাদেশের দলীয় সর্বোচ্চ স্কোর। শেষ দিকে রুবেল হোসেনের দুর্দান্ত ৪৫ রানের ইনিংসের ওপর ভর করে ৫০০ রান পেরোয় বাংলাদেশ। দশম উইকেট জুটিতে রুবেল-জুবায়ের যোগ করেন ৪৯ রান।

এর আগে ব্যক্তিগত ৩৫ রান করে রান আউটের শিকার হন শুভাগত হোম। তারও আগে ৭১ রান করে সাকিব আল হাসান ফিরে যাবার পর সাজঘরে ফেরেন তাইজুল ইসলাম ও শফিউল ইসলাম।

চট্রগ্রাম টেস্টের প্রথম দিন বাংলাদেশ দারুণভাবে শেষ করলেও দ্বিতীয় দিনের শুরুটা ভালো হয়নি। দিনের প্রথম সেশনেই বাংলাদেশ হারিয়েছে ৩ উইকেট। মুমিনুল হক (৪৮), মাহমুদউল্লাহ রিয়াদের (১৬) পর আউট হয়ে সাজঘরে ফিরেছেন মুশফিকুর রহিম (১৫)।

চট্রগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে দ্বিতীয় দিনের খেলা শুরু হয় সকাল ৯.৩০ মিনিটে। শেষ খবর অনুযায়ী বাংলাদেশের সংগ্রহ ৯ উইকেটে ৫০৩ রান। রুবেল হোসেন ৪৫ ও জুবায়ের হোসেন ৫ রানে অপরাজিত রয়েছেন।

মাত্র ২ রানের জন্য হাফ সেঞ্চুরি বঞ্চিত হন মুমিনুল হক। চট্রগ্রাম টেস্টের দ্বিতীয় দিনে ব্যক্তিগত ৪৮ রান করে পানিয়াঙ্গারার বলে টেলরকে ক্যাচ দিয়ে প্যাভিলিয়নে ফিরেছেন তিনি। মাহমুদউল্লাহ রিয়াদ ১৬ রান করে শিঙ্গি মাসাকদাজার বলে এলবিডব্লুউ হন। এর পর মুশফিকুর রহিম ১৫ রান করে মাসাকাদজার বলে বোল্ড আউট হয়ে সাজঘরে ফেরেন।

আগের দিনের করা ২ উইকেটে ৩০৩ রান থেকে দ্বিতীয় দিনের খেলা শুরু করে বাংলাদেশ। ম্যাচের প্রথম দিন বাংলাদেশের দুই ওপেনার তামিম ইকবাল ও ইমরুল কায়েসের জোড়া শতকে এ রান তোলে বাংলাদেশ। তামিম ১০৯ ও ইমরুল করেন ১৩০ রান।

তৃতীয় টেস্টের বাংলাদেশ একাদশে এসেছে ২টি পরিববর্তন। পরপর দুই ম্যাচে ভালো করতে না পারায় শেষ টেস্টে শামসুর রহমান শুভর জায়গায় স্থান পেয়েছেন ওপেনার ইমরুল কায়েস। অন্যদিকে পেসার শাহাদাতের পরিবর্তে ফিরেছেন পেসার শফিউল ইসলাম।

এছাড়া জিম্বাবুয়ে দলেও ২টি পরিবর্তন এসেছে।

বাংলাদেশ দল : মুশফিকুর রহিম (অধিনায়ক), তামিম ইকবাল (সহ-অধিনায়ক), ইমরুল কায়েস, সাকিব আল হাসান, মুমিনুল হক, শুভাগত হোম, মাহমুদউল্লাহ রিয়াদ, জুবায়ের হোসেন লিখন, শফিউল ইসলাম, রুবেল হোসেন ও তাইজুল ইসলাম।

জিম্বাবুয়ে দল : ব্রেন্ডন টেলর (অধিনায়ক), সিকান্দার রাজা, রেগিস চাকাবভা, শিঙ্গি মাসাকাদজা, এল্টন চিগুম্বুরা, ক্রেইগ আরভিন, টাফাডজওয়া কামুঞ্জোজি, হ্যামিল্টন মাসাকাদজা, জন এনউম্বু, টিনাশে পানিয়ানগারা, ভুসিমিজি সিবান্দা।

(ওএস/এএস/নভেম্বর ১৩, ২০১৪)

পাঠকের মতামত:

০৪ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test