E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

সাফ মহিলা ফুটবল

আজ মুখোমুখি বাংলাদেশ-ভারত

২০১৪ নভেম্বর ১৫ ১০:৫৮:১৮
আজ মুখোমুখি বাংলাদেশ-ভারত

স্পোর্টস ডেস্ক : গ্রুপপর্বে ভারত সঙ্গী। গত দুটি আসরেই দেখা গেছে এমনটি। বাদ যায়নি চলতি আসরও। যেখানে বাংলাদেশকে রীতিমতো চোখ রাঙাচ্ছে ভারতের মেয়েরা। সাফ ফুটবলে আজ শনিবার এ-গ্রুপে নিজেদের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হতে যাচ্ছে বাংলাদেশ-ভারত। গ্রুপের অপর ম্যাচে পরস্পরের মোকাবিলা করবে মালদ্বীপ ও আফগানিস্তান।

সাফ মহিলা ফুটবলে ভারতীয় মেয়েদের আধিপত্য নিরঙ্কুশ। গত দুটি আসরেই চ্যাম্পিয়ন তারা। পাকিস্তানে চলমান তৃতীয় আসরেও যোগ্য দাবিদার তারাই। শুরুটাও দুর্দান্ত তাদের। মালদ্বীপকে ৮-০ গোলে হারিয়েছে তারা। সেই দিক থেকে বাংলাদেশও দমে যাওয়ার মতো দল নয়। প্রথম ম্যাচে আফগান নারীদের ৬-১ গোলে পর্যুদস্ত করেছে সুইনু-কৃষ্ণা-সাবিনারা। কিন্তু প্রতিপক্ষ ভারত বলেই শঙ্কাটা অনেক বেশি। যেখানে জয়ের চিন্তা থাকে কমই, লক্ষ্য থাকে ড্র, অথবা যত কম গোল হজম করা যায়।
২০১০ প্রথম সাফ মহিলা ফুটবলে গ্রুপপর্বে ভারতের সঙ্গে ৬-০ গোলে হেরেছিল বাংলাদেশ। তারপরও গ্রুপপর্ব ডিঙিয়ে সেমিতে উঠেছিল বাংলাদেশ। দ্বিতীয় আসরে বছর দুয়েক আগে গ্রুপপর্বে ভারতের সঙ্গে বাংলাদেশ হেরেছিল ৩-০ গোলে। সেবার গ্রুপপর্ব থেকেই বিদায়। চলমান মহিলা সাফ ফুটবলে বাংলাদেশ অবশ্য বদলে যাওয়া দল। যেখানে ভারতের সঙ্গেও জোর লড়াইয়ের আভাস পাওয়া যাচ্ছে।
শুক্রবার বি-গ্রুপের ম্যাচে টানা দ্বিতীয় জয় পেয়েছে শ্রীলঙ্কা। ৩-০ গোলে লঙ্কান নারীরা পরাজিত করেছে ভুটানকে। দিনের অপর ম্যাচে স্বাগতিক পাকিস্তানকে ২-০ গোলে হারিয়েছে নেপাল। নেপালের এটি টানা দ্বিতীয় জয়।

(ওএস/এইচআর/নভেম্বর ১৫, ২০১৪)

পাঠকের মতামত:

০৪ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test