E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

কমেন্ট্রি বক্সে বিতর্কিত মন্তব্য করে বসলেন সৌরভ

২০১৪ নভেম্বর ১৫ ১৫:৩৮:৪৭
কমেন্ট্রি বক্সে বিতর্কিত মন্তব্য করে বসলেন সৌরভ

স্পোর্টস ডেস্ক, ঢাকা : কমেন্ট্রি বক্সে বসে বলা কিছু সামান্য কথা তীব্র বিতর্ক তুলে দিয়েছে ভারতীয় ক্রিকেটে। তখন ইডেনে সবে শুরু হয়েছে ভারত-শ্রীলঙ্কা ওয়ানডে৷ কমেন্ট্রি বক্সে কপিল দেব নিখোঞ্জের সঙ্গে সৌরভ গাঙ্গুলি৷ প্রশ্ন উঠেছিল, বাংলা ক্রিকেটে সৌরভের ভূমিকা নিয়ে। হিন্দিতে ব্যাখা দিচ্ছেন, কী ভাবে বাংলার ক্রিকেট ঘিরে স্বপ্ন দেখছেন প্রাক্তন ভারত অধিনায়ক৷ বলছেন, '২০২০ আমার ভিশন৷ মানে, টোয়েন্টি-টোয়েন্টি৷ এর মধ্যে আরও বেশি ক্রিকেটার তুলে আনতে চাই৷ যারা জাতীয় দলে সুযোগ পাবে৷ রাজ্যের মুখ উজ্জ্বল করবে৷

এই চেষ্টাটাই তো করছি৷' কমেন্ট্রি বক্সে পাশে বসে থাকা কপিল তখন মনোযোগী শ্রোতা৷ ততক্ষণে বিতর্কিত মন্তব্য করে বসেছেন সৌরভ৷ 'ক্রিকেটকে এগিয়ে নিয়ে যাওয়াই আমার কাজ৷ ফিশ ফ্রাই আর টিকিটের দায়িত্ব সামলানোর জন্য অনেকে রয়েছে৷' সৌরভের মন্তব্য শুনে হেসে ফেলেছেন কপিলও৷ সিএবি কর্তাদের প্রতেক্যের ঘরে তখন ফুল ভলিউমে চলছে টিভি৷ ইডেনের ১৫০ বছর পূর্তি উপলক্ষ্যে চেনা-অচেনা অনেক মুখ কর্তাদের ঘরে৷ উতসবের গন্ধ ম-ম করছে৷ সৌরভের মন্তব্য হঠাত্ই যেন উতসবের ছবিটাই পাল্টে দিল৷ বিস্ময়ের সাময়িক ঘোর কাটিয়ে ধীরে ধীরে জন্ম নিচ্ছে উষ্মাও৷ কেন এমন মন্তব্য করলেন সৌরভ? তা জানতেও চাইছেন অনেকে৷ কিন্তু কেউই এ নিয়ে অবশ্য পাল্টা মন্তব্য করে বিতর্ক বাড়াতে চাইলেন না৷ টিভিতে ধারাভাষ্য শোনার পরও কর্তাদের অনেকেই বলছেন, 'সৌরভ এমন বলেছে নাকি? কই, শুনিনি তো!' কেউ কেউ আবার বলছেন, 'আরে ভাই, ইডেনে খেলা৷ এত কাজ রয়েছে৷ টিভি দেখার সুযোগই তো পাইনি৷'

যতই নীরবতার রাস্তাতে হাঁটুন, 'ফিশ ফ্রাই আর টিকিট'এর দায়িত্বে থাকা কর্তারা এ নিয়ে নিজেদের অসন্তোষ প্রকাশ করেছেন। জানিয়েছেন নিন্দা।

(ওএস/পি/নভেম্বর ১৫, ২০১৪)

পাঠকের মতামত:

০৩ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test