E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

ম্যাকগার্ককে বিশ্বকাপ দলে দেখতে চান ক্লার্ক

২০২৪ এপ্রিল ২৮ ১৪:০৯:৪৪
ম্যাকগার্ককে বিশ্বকাপ দলে দেখতে চান ক্লার্ক

স্পোর্টস ডেস্ক : দুয়ারে কড়া নাড়ছে টি-টোয়েন্টি বিশ্বকাপ। আগামী ১ মের ভেতর আইসিসির কাছে স্কোয়াড দিতে হবে অংশগ্রহণকারী দলগুলোর।

তাই অনেক ক্রিকেটারকে নিয়েই জল্পনাকল্পনা শুরু হয়েছে এখন। তার মধ্যে একজন জ্যাক ফ্রেজার-ম্যাকগার্ক। এখনো আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে অভিষেক না হওয়া এই ওপেনারকে অস্ট্রেলিয়ার বিশ্বকাপ দলে দেখতে চান সাবেক অধিনায়ক মাইকেল ক্লার্ক।

আইপিএলে দিল্লি ক্যাপিটালসের দারুণ ছন্দে আছেন ম্যাকগার্ক। পাঁচ ম্যাচ খেলে তিনটিতেই হাঁকিয়েছেন ফিফটি। গতকাল মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে ২৭ বলে ১১ চার ও ৬ ছক্কায় ৮৪ রানের এক বিধ্বংসী ইনিংস খেলেন তিনি। তার টেকনিক ও পাওয়ার হিটিংয়ে মুগ্ধ ক্লার্ক। তাই ম্যাকগার্ককে বাদ দিয়ে বিশ্বকাপের দল সাজানো কঠিন হবে বলে মনে করেন তিনি।

আইপিএলে ধারাভাষ্যকক্ষেই সাবেক এই অজি অধিনায়ক বলেন, 'নির্বাচকদের এখন তাকে নিয়ে ভাবতে হবে। দল সাজাতে আর মাত্র কয়েকদিন বাকি। সত্যি বলতে, সে যেভাবে খেলছে তাতে তাকে বাদ দেওয়াটা কঠিন। '

'আমি মনে করি ক্যারিবিয়ানেও কন্ডিশন একই হবে, স্লোয়ার উইকেটে পাওয়ার প্লেতে অতিরিক্ত শক্তির প্রয়োজন। কোনো ক্ষতি না করেই নিজের সম্ভাবনা তৈরি করেছে সে এবং ১৫ জনের স্কোয়াডে আমি তাকে দেখতে চাই। '

বিধ্বংসী ব্যাটিংয়ের রহস্য নিয়ে গতকাল ম্যাকগার্ক বলেছিলেন, 'আমার দায়িত্ব হলো প্রথম ছয় ওভারে যতটা সম্ভব রান তোলা, যাতে করে আমার দল ভালো শুরু পায়। আমি একদমই (এক বা দুই রানের জন্য) খেলি না। যদিও সিঙ্গেলস বা ডাবলস নেই তাহলে হয়তো তা ওভারের শেষ বলে কিংবা মিস হিট হলে। সবসময়ই মনে হয়েছে, হার্ড-হিটিংয়ের সামর্থ্য আছে। সেজন্য বেস ঠিক রেখে, সঠিক স্টান্স নিয়ে যতটা সম্ভব ব্যাট সুইং করতে করতে। টাইমিংয়ের ব্যাপারও প্রচুর আছে এতে। আবার শক্তিশালী মাংসপেশীও থাকতে হয়।

(ওএস/এএস/এপ্রিল ২৮, ২০২৪)

পাঠকের মতামত:

১৩ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test