E Paper Of Daily Bangla 71
World Vision
Walton New
Mobile Version

আরও এক ফুটবলারের অকালমৃত্যু 

২০২৪ জুলাই ০৮ ১৭:০৩:০৩
আরও এক ফুটবলারের অকালমৃত্যু 

স্পোর্টস ডেস্ক : গত মার্চের জিয়া প্রসব জটিলতায় মৃত্যুবরণ করেছিলেন বাংলাদেশ নারী ফুটবল দলের সদস্য রাজিয়া সুলতানা। এর চার মাস না পেরোতেই চলে গেলেন আরেক ফুটবলার মিথিলা আক্তার। মৃত্যুকালে তার বয়স ছিল ২৩ বছর।

জানা গেছে, দীর্ঘ দিন ধরে লিভার ও শ্বাসকষ্টের জটিলতায় ভুগছিলেন মিথিলা। এরপর গতকাল রবিবার দুনিয়া ত্যাগ করেন তিনি।

বাফুফের নিয়মিত নারী ক্যাম্পের খেলোয়াড় ছিলেন না মিথিলা। বাফুফের তথ্য মতে, মিথিলা বাংলাদেশ অনূর্ধ্ব-১৪ ও ১৬ দলে খেলেছেন। বয়সভিত্তিক দুই দলে খেললেও বাফুফের কাছে সুনির্দিষ্ট তথ্য নেই কোন কোন টুর্নামেন্টে অংশ নিয়েছিলেন মিথিলা।

অন্যদিকে রাজিয়া বাংলাদেশ সাফ অনূর্ধ্ব-১৮ চ্যাম্পিয়ন দলের সদস্য ছিলেন। বাফুফের ক্যাম্পেও ছিলেন তিনি। পারফরম্যান্স অবনতি হওয়ায় পরে ক্যাম্প থেকে বাদ পড়েন। তবে এরপর নারী লিগে খেলেছেন। সম্প্রতি প্রসব জটিলতায় এই নারী ফুটবলারের জীবন অবসান হয়।

বাফুফের আবাসিক ক্যাম্পের বাইরে নারী ফুটবলাররা সুযোগ-সুবিধা খুব বেশি পান না। নানা কষ্টে দিন কাটে তাদের। রোগ জটিলতায় দুনিয়াও ত্যাগ করছেন অনেকে।

আর্থিক ও নানা সীমাবদ্ধতায় বাফুফে ক্যাম্পের বাইরের খেলোয়াড়দের খোঁজ রাখতে পারে না। জাতীয় ক্রীড়া পরিষদ-মন্ত্রণালয় থেকেও ক্রীড়াবিদদের সুচিকিৎসার তেমন ব্যবস্থা নেই।

মিথিলার মৃত্যুতে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সভাপতি কাজী মো. সালাহউদ্দিন শোক প্রকাশ করেছেন। ফেডারেশন মিথিলার পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছে।

(ওএস/এসপি/জুলাই ০৮, ২০২৪)

পাঠকের মতামত:

২৫ জুলাই ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test