E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

সালাউদ্দিনকে ২৪ ঘণ্টার আল্টিমেটাম

২০২৪ আগস্ট ৩১ ২২:২৩:৩২
সালাউদ্দিনকে ২৪ ঘণ্টার আল্টিমেটাম

স্পোর্টস ডেস্ক : ছাত্র-জনতার অভ্যুত্থানে শেখ হাসিনার সরকারের পতনের পর বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সভাপতির পদত্যাগের দাবি ওঠে। সে সময় বাংলাদেশের ফুটবল সমর্থকদের সংগঠন ‘বাংলাদেশি ফুটবল আলট্রাস’ কাজী সালাউদ্দিনকে পদত্যাগের আল্টিমেটাম দিয়েছিল।

তবে পদত্যাগ না করে উল্টো নির্বাচনের ঘোষণা দিয়েছিলেন বাফুফে সভাপতি সালাউদ্দিন।

এবার তাকে ২৪ ঘণ্টার মধ্যে পদত্যাগের আল্টিমেটাম দিয়েছে বিএনপিপন্থী ক্রীড়া সংগঠক ও সাবেক ফুটবলাররা। শনিবার (৩১ আগস্ট) বাফুফে ভবনের সামনে জড়ো হয়ে এ ঘোষণা দেন তারা। একই সঙ্গে পদত্যাগ না করলে সালাউদ্দিনকে ক্রীড়াঙ্গনে অবাঞ্ছিত ঘোষণা করা হবে বলেও হুমকি দেওয়া হয়েছে।

সালাউদ্দিনের পদত্যাগের দাবিতে মানববন্ধনে অংশ নেওয়াদের মধ্যে আছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও বাংলাদেশ অ্যথলেটিকস ফেডারেশনের সাবেক সভাপতি আবদুস সালাম, জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক ও তারকা গোলরক্ষক আমিনুল হক, সাবেক তারকা গোলরক্ষক ছাইদ হাছান কানন, রুম্মন বিন ওয়ালী সাব্বিরসহ বেশ কয়েকজন সাবেক ফুটবলার ও ফুটবলপ্রেমিরা।

এ সময় বিএনপি নেতা আবদুস সালাম ঘোষণা দেন, নির্ধারিত সময়ের মধ্যে পদত্যাগ না করলে সালাউদ্দিনকে যেখানে পাওয়া যাবে সেখানেই লাঞ্ছিত করা হবে। আব্দুস সালাম বলেন, 'কাজী সালাউদ্দিনকে ২৪ ঘণ্টার মধ্যে পদত্যাগ করতে হবে। তিনি পদত্যাগ না করলে ক্রীড়াঙ্গন থেকে অবাঞ্ছিত হবেন। '

জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক আমিনুল হকও সালাউদ্দিনের পদত্যাগ দাবি জানিয়ে বলেন, 'ফুটবল ফেডারেশনে সালাউদ্দিন সহ অন্যদের থাকার অধিকার নেই। তারা দুর্নীতি করেছে ও ফুটবলকে নিচে নামিয়েছে। '

ফুটবল ফেডারেশনে রাজনৈতিক চাপ ও সরকারি হস্তক্ষেপ হলে ফিফার নিষেধাজ্ঞার শঙ্কা রয়েছে। এই বিষয়ে প্রশ্ন হলে আমিনুল বলেন, 'আমরা নিয়মতান্ত্রিক উপায়ে ফুটবল ফেডারেশনে পরিবর্তন চাই। ফিফার সঙ্গে আলোচনা করেই সব কিছু করা যাবে। তবে বাংলাদেশের ক্রীড়াঙ্গন বাঁচাতে সালাউদ্দিনের পদত্যাগের বিকল্প নেই। '

(ওএস/এএস/আগস্ট ৩১, ২০২৪)

পাঠকের মতামত:

১৮ সেপ্টেম্বর ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test