E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

রোনালোদোর দাপটে ছুটছে রিয়ালের জয়রথ

২০১৪ নভেম্বর ২৭ ১৩:১৩:২৫
রোনালোদোর দাপটে ছুটছে রিয়ালের জয়রথ

স্পোর্টস ডেস্ক, ঢাকা : রিয়ালের জয়রথ চলছেই। রোনালোদোর একমাত্র গোলে সুইজারল্যান্ডের দল বাসেলের বিপক্ষে  জয় পেয়েছে তারা। এ জয়ের ফলে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের ‘বি’ গ্রুপের শীর্ষস্থান নিশ্চিত করেছে কার্লো আনচেলত্তির দল।

বাসেলের ঘরের মাঠ সেন্ট জ্যাকব পার্কে রিয়াল কোচ কার্লোস আনচেলত্তি শুরুর একাদশে মাঠে ৪-৩-৩ ফরমেটে তার শিষ্যদের খেলাতে থাকেন। শুরুর একাদশে মাঠে নামনে নাভাস, আরবেলো, ভারানে, রামোস, কোয়েন্ত্রাও, টনি ক্রুস, ইসকো, রদ্রিগেজ, বেল, রোনালদো আর বেনজেমা। বাসেলের জালে বল জড়াতে রিয়ালকে বেশ বেগ পেতে হয় ম্যাচের প্রথম থেকে। অপেক্ষাকৃত দুর্বল দল হলেও বেনজেমা, বেল আর রোনালদোর বেশ কয়েকটি প্রচেষ্টা রুখে দেয় স্বাগতিকদের ডিফেন্ডাররা। কিন্তু এ ডিফেন্স চিড়ে দলকে ঠিকই গোল পাইয়ে দেন পর্তুগিজ তারকা রোনালদো।


ম্যাচের ৩৫ মিনিটের মাথায় রোনালদো গোল করেন। ফরাসি তারকা করিম বেনজেমার অ্যাসিস্টে গোলটি করেন রোনালদো। ফলে, ১-০তে এগিয়ে যায় রিয়াল। প্রথমার্ধে রোনালদোর একমাত্র গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় আনচেলত্তির শিষ্যরা। বিরতি থেকে ফিরে ম্যাচের ৬৬তম মিনিটে সমতায় ফেরার সুযোগ পেয়েছিল বাসেল। এমবেলোর একটি শট রুখে দিয়ে এ যাত্রায় বাঁচিয়ে দেন রিয়াল গোলরক্ষক কেইলর নাভাস। ম্যাচের ৭৪ মিনিটের মাথায় ওয়েলস তারকা গ্যারেথ বেল একটি শট নিলে তা গোলবারে লেগে ফিরে আসে।

৭৮ মিনিটের সময় কোয়েন্ত্রাও বল বাড়িয়ে দেন বেলকে লক্ষ্য করে। সেখান থেকে ওয়েলস তারকা বল বানিয়ে দেন রোনালদোকে। কিন্তু ১২ গজ দূর থেকে গোলবারের বাইরে দিয়ে বল পাঠিয়ে দিলে রিয়ালের হয়ে এ মৌসুমে সর্বোচ্চ গোল করা রোনালদো নিজের জোড়া গোলের সুযোগ নষ্ট করেন। ম্যাচের বাকি সময়ে আর কোনো গোল আদায় করে নিতে পারেনি রিয়ালের তারকারা। ফলে রোনালদোর দেওয়া একমাত্র গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে স্প্যানিস জায়ান্টরা। এই জয়ে ‘বি’ গ্রুপের শীর্ষস্থান নিশ্চিত হওয়া রিয়ালের পয়েন্ট ১৫। ৬ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে বাসেল। লিভারপুল ও লুদোগোরেতসের মধ্যে গ্রুপের অন্য ম্যাচ ২-২ গোলে ড্র হয়েছে। উভয় দলের পয়েন্ট ৪, কিন্তু গোল ব্যবধানে এগিয়ে তৃতীয় স্থানে আছে ইংল্যান্ডের ক্লাবটি।


(ওএস/পি/অক্টোবর ২৭, ২০১৪)

পাঠকের মতামত:

১৮ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test