E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

২৬তম জন্মদিনের জন্যে অপেক্ষা করলেন না ফিলিপ

২০১৪ নভেম্বর ২৭ ১৩:৪২:৩৮
২৬তম জন্মদিনের জন্যে অপেক্ষা করলেন না ফিলিপ

স্পোর্টস ডেস্ক, ঢাকা : তার ২৬তম জন্মদিন ছিল রবিবার। কিন্তু জীবনের সাথে যুদ্ধ হরে হেরে গেলেন অস্ট্রেলিয়ান ক্রিকেটার ফিলিপ হিউজ। মাথায় আঘাত নিয়ে প্রায় এক সপ্তাহ মৃত্যুর সাথে পাঞ্জা লড়েন তিনি। আজ সকালে সিডনির সেন্ট ভিনসেন্ট হাসপাতালে পৃথিবীর মায়া ত্যাগ করে পাড়ি দেন পরপারে। মৃত্যুকালে বয়স হয়েছিলো ২৫ বছর।

মাত্র কয়েকদির মধ্যেই তিনি ভারতের বিপক্ষে টেস্ট দলে প্রত্যাবর্তন করবেন বলে ভেবেছিলেন সবাই। আন্তর্জাতিক ক্রিকেটে পা দেয়ার আগেই ফিলিপ চলে গেলেন সবাইকে ছেড়ে। অনেকেই তার মধ্যে রিকি পন্টিংয়ের ছায়া দেখতেন। কিন্তু কোন মায়ার বন্ধনই তাকে বেধে রাখতে পারেনি। তিনি ছেড়ে গেলেন সবাইকে।

এক নজরে ফিলিপ জোয়েল হিউজ:

১৯৮৮ সালের ৩০ নভেম্বর তিনি অস্ট্রেরিয়ার নিউ সাউথ ওয়েলসসে জন্ম গ্রহণ করেন। তিনি ছিলেন বা-হাতি ব্যাটসম্যান। তিনি অনূর্ধ্ব-১৯ ও অষ্ট্রেলিয়া এ দলে খেলেছেন। ২৬ ফেব্রুয়ারী ২০০৯ সানে জোহানেবার্গে তার টেস্ট ক্রিকেটে অভিষেক হয়। ২৬ টেস্টে তার সংগ্রহ ১৫৩৫ রান। সাথে রয়েছে তিনটি সেঞ্চুরি সাতটি হাফ-সেঞ্চুরি। টেস্টে তার সর্বোচ্চ রান ১৪০। তিনি সর্বশেষ লর্ডসে টেষ্টে ইংল্যান্ডের বিপক্ষে খেলেছেন।

১১ জানুয়ারী ২০১৩ সালে মেলবোর্নে শ্রীলঙ্কার বিপক্ষে তার একদিনের ম্যাচে অভিষেক হয়। ২৫টি একদিনের ম্যাচে তার সংগ্রহ ৮২৬। এর মধ্যে দুটি সেঞ্চুরি আর চারটি হাফ সেঞ্চুরি রয়েছে। ব্যাক্তিগত সর্বোচ্চ রান ১৩৮। গত অক্টোবরে আবু ধাবিতে পাকিস্তানের বিপক্ষে সর্বশেষ ওয়ান ডে ম্যাচ খেলেছেন তিনি।

(ওএস/পি/অক্টোবর ২৭, ২০১৪)

পাঠকের মতামত:

১৮ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test