E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

চতুর্থ ওয়ানডে থেকে বাদ পড়লেন সানি

২০১৪ নভেম্বর ২৭ ১৪:২৯:৫০
চতুর্থ ওয়ানডে থেকে বাদ পড়লেন সানি

স্পোর্টস ডেস্ক, ঢাকা : আরাফাত সানি জিম্বাবুয়ের বিপক্ষে চতুর্থ ওয়ানডে থেকে বাদ পড়েছেন। জিম্বাবুয়ে সিরিজের প্রথম ৩ ম্যাচে ১০ উইকেট নিয়েছেন এই স্পিনার। কিন্তু তারপরও জিম্বাবুয়ের বিপক্ষে চতুর্থ ওয়ানডের জন্যে তাকে বিবেচনা করেনি নির্বাচক প্যানেল। তার পরিবর্তে চতুর্থ ওয়ানডে খেলবেন টেস্ট সিরিজে ১৭ উইকেট পাওয়া তাইজুল ইসলাম। সানীকে বাদ দেওয়া প্রসঙ্গে প্রধান নির্বাচক বলেছেন, ‘আরাফাত সানীকে বিশ্রাম দেওয়া হয়েছে। সে জিম্বাবুয়ের বিপক্ষে ভাল পারফর্ম করেছে। তাইজুলকে একটু ওয়ানডেতে দেখতে চাচ্ছি। তাই তাকে সুযোগ দেওয়া হয়েছে।’

এদিকে পেসার শফিউল ইসলামের পরিবর্তে দলে ফিরেছেন পেসার আবুল হাসান রাজু। প্রায় ২ বছর পর জাতীয় দলে ডাক পেয়েছেন তিনি। জিম্বাবুয়ের ‘এ’ দলের বিপক্ষে ম্যাচ দিয়ে মাঠে ফিরেন রাজু। এরপর ওয়ালটন ঢাকা প্রিমিয়ার লিগেও অংশ নেন। লিজেন্ডস অব রূপগঞ্জের হয়ে ৪ ম্যাচে নিয়েছেন ৫ উইকেট। তার এই পারফরম্যান্স বিবেচনা করেই নির্বাচকরা একটু দেখে নিতে যাচ্ছেন আবুল হাসান রাজুকে।

চতুর্থ ওয়ানডে দল: মাশরাফি মর্তুজা (অধিনায়ক), সাকিব আল হাসান(সহ-অধিনায়ক), তামিম ইকবাল, এনামুল হক, মুমিনুল হক, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, ছাব্বির রহমান, ইমরুল কায়েস, রুবেল হোসেন, তাইজুল ইসলাম, আবুল হাসান রাজু ও জুবায়ের হোসেন লিখন।

(ওএস/পি/অক্টোবর ২৭, ২০১৪)

পাঠকের মতামত:

১৮ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test