E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

সিলেট স্ট্রাইকার্সের মালিকানা নিয়ে মাশরাফির নামে মামলা

২০২৪ সেপ্টেম্বর ৩০ ২২:৩৭:৪৭
সিলেট স্ট্রাইকার্সের মালিকানা নিয়ে মাশরাফির নামে মামলা

স্পোর্টস ডেস্ক : বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দল সিলেট স্ট্রাইকার্সের মালিকানা জোরপূর্বক দখলের অভিযোগে জাতীয় দলের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মর্তুজার বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে।

ফ্র্যাঞ্চাইজিটির সাবেক মালিক সারোয়ার গোলাম চৌধুরী রাজধানীর পল্লবী থানায় বাদী হয়ে মামলাটি করেছেন।

সোমবার (৩০ সেপ্টেম্বর) রাতে মামলার বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেন পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নজরুল ইসলাম। মামলায় এক নম্বর আসামি করা হয়েছে মাশরাফিকে।

ওসি নজরুল ইসলাম বলেন, ব্যবসার পার্টনারশিপ নিয়ে ঝামেলার কারণে এই মামলা হয়েছে। মামলায় মাশরাফিসহ ৬ জনকে আসামি করা হয়েছে। মামলার বাদী সরওয়ার গোলাম চৌধুরী।

মামলার বাদীর দাবি, জোরপূর্বক তার কাছ থেকে সিলেট স্ট্রাইকার্সের প্রতিষ্ঠান ফিউচার স্পোর্টস বাংলাদেশ লিমিটেডের মালিকানা কেড়ে নেওয়া হয়েছে।

মাশরাফির কার্যালয়ে বসে হেলাল বিন ইউসুফ শুভ্র নামে সিলেট স্ট্রাইকার্সের সহ-মালিক সারোয়ার চৌধুরীর মাথায় রিভলবার ঠেকিয়ে ছিলেন বলেও মামলার এজহারে উল্লেখ করেছেন।

মাশরাফির সঙ্গে যুক্তরাষ্ট্র প্রবাসী ব্যবসায়ী সারোয়ারের পরিচয় মামলার দুই নম্বর আসামি হেলাল বিন ইউসুফের মাধ্যমে। দুজনের আমন্ত্রণে বিপিএলে দল কেনার আগ্রহ প্রকাশ করেন সারোয়ার। এরপর ‘ফিউচার স্পোর্টস বাংলাদেশ লিমিটেড’ নামে একটি জয়েন্ট স্টক কোম্পানির নিবন্ধন করেন সারোয়ার। ৬০ শতাংশ শেয়ার নিয়ে যার চেয়ারম্যান ছিলেন তিনি। বাকি ৪০ শতাংশ শেয়ার নিয়ে কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক হন মামলার তিন নম্বর আসামি ইমাম হাসান।

(ওএস/এএস/সেপ্টেম্বর ৩০, ২০২৪)

পাঠকের মতামত:

০৭ অক্টোবর ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test