E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

‘শিহরণ জাগানিয়া ফাইনাল হবে’

২০২৪ অক্টোবর ২৯ ২৩:৩৭:১১
‘শিহরণ জাগানিয়া ফাইনাল হবে’

স্পোর্টস ডেস্ক : ফাইনালের মঞ্চে আবারও সেই নেপাল। গত আসরের পুনরাবৃত্তি করে আবারও সাফের শিরোপা উঁচিয়ে ধরতে মুখিয়ে আছেন সাবিনা খাতুন। ফাইনালের আগে সংবাদ সম্মেলনে তেমনটাই জানালেন বাংলাদেশ অধিনায়ক।

দুই বছর আগে নেপালকে ৩-১ গোলে উড়িয়ে শিরোপা জিতেছিল বাংলাদেশ। তবে এবার এতোটা সহজ হবে বলে মনে হচ্ছে না সাবিনার। তাই তো ফাইনালে শিহরণ জাগানিয়া কিছুরই প্রত্যাশা করছেন তিনি।

সাবিনা বলেন ‘দল নিয়ে আত্মবিশ্বাসী। মেয়েরা যেসব বিতর্কের মধ্য দিয়ে গেছে সেসব কিছু অতিক্রম করে যেভাবে ফুটবল খেলেছে সেটা অবিশ্বাস্য। প্রশংসা করা উচিত। আমি ব্যক্তিগতভাবে, তাদের কাছে কৃতজ্ঞ। আমার মনে হয় না, কোনো কিছুর ঘাটতি থাকবে মাঠে। আপনারাই বলেছেন, মেয়েরা এত ভালো ফুটবল কীভাবে খেলছে। আমি মনে করি, শিরোপা জেতার জন্যই খেলব। ’

‘শিহরণ জাগানিয়া ফাইনাল হবে। আমরা অনেকটা পথ এসেছি, আরও এগিয়ে যেতে চাই। নেপালের প্রতি ভীষণ শ্রদ্ধা আছে আমার। যখন আপনি ফাইনালে খেলবেন, তখন সবকিছু সেরাভাবে নিয়ন্ত্রণ রাখা গুরুত্বপূর্ণ। কেননা, কখনও কখনও উপলক্ষ্য আপনাকে নিয়ন্ত্রণ করতে পারে। ’

কাঠামান্ডুর দশরথ স্টেডিয়ামে বাংলাদেশ সময় আগামীকাল সন্ধ্যা পৌনে ছয়টায় মুখোমুখি হবে দুই দল। স্বাগতিক হওয়ায় ফাইনালে চাপে থাকবে নেপালই, এমনটা ধারণা সাবিনার। তবে নিজেদের অসুবিধার কথা জানাতেও ভুললেন না তিনি।

বাংলাদেশ অধিনায়ক বলেন, ‘আমি জানি, আগামীকালের ম্যাচে অনেক বিষয় অন্তর্ভুক্ত থাকবে, তবে আমাদের বিশ্বাস করতে হবে সঠিক মানসিকতা, মনোভাব নিয়ে আমরা খেলতে পারি। ’

‘আমাদের কিছুটা অসুবিধা তো হবেই। দলের অনেকেই তরুণ আছে। আবার অনেকেরই এই মাঠে খেলার অভিজ্ঞতা আছে। আমার কাছে মনে হয়, স্বাগতিক দলই বেশি চাপে থাকে। ’

(ওএস/এএস/অক্টোবর ২৯, ২০২৪)

পাঠকের মতামত:

০৯ নভেম্বর ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test