E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

সাকিবের প্রশ্নবিদ্ধ ব্যাটিং, জিতলো না বাংলা টাইগার্স

২০২৪ নভেম্বর ২৮ ০০:০১:৫৩
সাকিবের প্রশ্নবিদ্ধ ব্যাটিং, জিতলো না বাংলা টাইগার্স

স্পোর্টস ডেস্ক : আবুধাবি টি-টেন লিগে আজমান বোল্টসের কাছে ৩১ রানে হেরে গেছে সাকিব আল হাসানের বাংলা টাইগার্স। শেষ মুহূর্তে ১৯ বলে ২৯ রান করেও দলকে জেতাতে পারেননি অধিনায়ক সাকিব আল হাসান।

একটা সময় বাংলা টাইগার্সের দরকার ছিল ১৮ বলে ৭৩ রান। ওই সময় স্কোরবোর্ডে দেখা যায় অধিনায়ক সাকিব আল হাসানের রান ৯ বলে ৩। টি-টেন লিগে রীতিমত হতাশাজনক ব্যাটিং। তার এই ব্যাটিং নিয়েই বিস্ময় প্রকাশ করতে থাকেন অনেকে। যদিও এরপর টেস্ট মানসিকতা ঝেড়ে টি-টোয়েন্টি মেজাজে ব্যাটিং করেছেন সাকিব; কিন্তু ততক্ষণে জয় হাতের নাগালের বাইরে চলে গেছে।

আবু ধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে আজ সাকিব ১৯ বলে ২৯ রান করে অপরাজিত থাকেন; কিন্তু তার এই স্কোর জয় তো দূরে থাক, আজমান বোল্টসের স্কোরের ধারেকাছেও বাংলা টাইগার্সকে নিয়ে যেতে পারেনি।

১৩৪ রানের লক্ষ্যে নামা বাংলা টাইগার্সের স্কোর একপর্যায়ে হয়ে যায় ৭ ওভারে ৫ উইকেটে ৬১ রান। হাত থেকে ম্যাচ প্রায় ফস্কে যাওয়ার পর ঘুম ভাঙে সাকিবের দলের। শেষ তিন ওভারে ১ উইকেট হারিয়ে ৪১ রান যোগ করে বাংলা টাইগার্স। নির্ধারিত ১০ ওভারে ৬ উইকেটে ১০২ রানে থামে তাদের ইনিংস।

বাংলা টাইগার্সের ইনিংস সর্বোচ্চ ২৯ রান করে অপরাজিত থাকেন সাকিব। ১৯ বলের ইনিংসে ৪ চার ও ১ ছক্কা মারেন তিনি। আজমান বোল্টসের মুহাম্মদ মোহসিন নেন ২ উইকেট।

এর আগে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় বাংলা টাইগার্স। প্রথমে ব্যাট করতে নেমে আজমান বোল্টস নির্ধারিত ১০ ওভারে ১ উইকেটে ১৩৩ রান করেছে। ইনিংস সর্বোচ্চ ৭৫ রান করেন অ্যালেক্স হেলস। ৩০ বলের ইনিংসে ৬টি করে চার ও ছক্কা মারেন তিনি। একমাত্র উইকেটটি নেন সাকিব আল হাসান।

(ওএস/এএস/নভেম্বর ২৭, ২০২৪)

পাঠকের মতামত:

১১ ডিসেম্বর ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test