E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care

For Advertisement

Mobile Version

শাহিন আফ্রিদির রেকর্ডের দিনে হার পাকিস্তানের

২০২৪ ডিসেম্বর ১১ ১৩:৪৭:৪৫
শাহিন আফ্রিদির রেকর্ডের দিনে হার পাকিস্তানের

স্পোর্টস ডেস্ক : শ্রীলঙ্কাকে টেস্ট সিরিজে ধবলধোলাই করার পরদিনই পাকিস্তান সিরিজ শুরু করেছিল দক্ষিণ আফ্রিকা। টি-টোয়েন্টি ফরম্যাটের সিরিজ হওয়ায় স্কোয়াড সম্পূর্ণ নতুনভাবে সাজায় প্রোটিয়ারা। নতুনদের দিয়েও দলের জয়যাত্রা অব্যাহত রাখে তারা। তিন ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে পাকিস্তানকে ১১ রানে হারায় দক্ষিণ আফ্রিকা। এতে সিরিজে ১-০ তে এগিয়ে যায় স্বাগতিকরা।

মঙ্গলবার কিংসমেড স্টেডিয়ামে শুরুতে ব্যাট করে ৯ উইকেটে ১৮৩ তোলে দক্ষিণ আফ্রিকা। জবাবে ৮ উইকেটে ১৭২ রান তুলতে পারে পাকিস্তান।

দলের হারের ম্যাচে দুর্দান্ত এক রেকর্ড করেন পাকিস্তানের পেসার শাহিন শাহ আফ্রিদি। নিয়ন্ত্রিত বোলিংয়ে ৪ ওভারে মাত্র ২২ রান খরচা করে তুলে নেন ৩ উইকেট। এতে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ১০০ উইকেটের মাইলফলকে পৌঁছান বাঁহাতি পাক পেসার।

এর আগে ওয়ানডে (১১২) ও টেস্ট (১১৬) ক্রিকেটেও উইকেটের সেঞ্চুরি করেছেন শাহিন আফ্রিদি। পাকিস্তানের ইতিহাসে প্রথম বোলার হিসেবে তিন ফরম্যাটেই পৃথকভাবে ১০০ উইকেট শিকার করেছেন তিনি।

আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে পাকিস্তানের দ্বিতীয় দ্রুততম বোলার হিসেবে ১০০ উইকেট শিকার করলেন শাহিন আফ্রিদি। ৭৪ ম্যাচে উইকেটের তিন অংকের ম্যাজিক ফিগারে পৌঁছান তিনি। এর আগে ৭১ ম্যাচে উইকেটের সেঞ্চুরি করেছিলেন আরেক পেসার হারিস রউফ।

পাকিস্তানের হারের দায় এড়াতে পারেন না অধিনায়ক মোহাম্মদ রিজওয়ান। দলের ইনিংস ওপেন করার পর শেষ ওভার পর্যন্ত উইকেটে ছিলেন তিনি। কিন্তু দলকে জেতাতে পারেননি। ৬২ বলে ৭৪ রানের ধীরগতির ইনিংস খেলে আউট হন ২০তম ওভারের দ্বিতীয় বলে।

শুধু যে রিজওয়ানের একার দায়, বিষয়টা তাও না। কারণ, সতীর্থদের কাছ থেকে তেমন সহায়তা পাননি তিনি। একাই লড়াই করেছেন দক্ষিণ আফ্রিকার পেসারদের বিপক্ষে। শুধু সাইম আইয়ুব ১৫ বলে ৩১ ও তাইয়ুব তাহির ১৮ বলে ১৮ রান করেন।

(ওএস/এএস/ডিসেম্বর ১১, ২০২৪)

পাঠকের মতামত:

১৬ জানুয়ারি ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test