E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

চ্যাম্পিয়নস লিগ

শেষ ষোলোয় কঠিন প্রতিপক্ষ পেল রিয়াল মাদ্রিদ ও লিভারপুল

২০২৫ ফেব্রুয়ারি ২১ ১৮:১৭:৪১
শেষ ষোলোয় কঠিন প্রতিপক্ষ পেল রিয়াল মাদ্রিদ ও লিভারপুল

স্পোর্টস ডেস্ক : নানা অঘটন ও নাটকীয়তার মধ্য দিয়ে শেষ হয়েছে চ্যাম্পিয়নস লিগের গ্রুপ ও প্লে-অফ পর্বের লড়াই। সেই বাঁধা পেরিয়ে শেষ ষোলোর টিকিট নিশ্চিত করেছে রিয়াল মাদ্রিদসহ ১৫টি দল। এই পর্বে কঠিন প্রতিপক্ষ পেয়েছে লস ব্লাঙ্কোস। শেষ ষোলোতে মাদ্রিদ ডার্বি দেখতে পাবে দর্শকরা।

শুক্রবার (২১ ফেব্রুয়ারি) সুইজারল্যান্ডের নিওনে চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলোর ড্র অনুষ্ঠিত হয়েছিল। যেখানে প্রতিপক্ষ হিসেবে অ্যাথলেটিকো মাদ্রিদকে পেয়েছে রিয়াল।

নতুন নিয়মে শুরুটায় শঙ্কা থাকলেও ঠিকই জমে উঠেছে চ্যাম্পিয়ন্স লিগের এবারের আসর। ৩৬ দলের লিগ পর্ব শেষে আগেই রাউন্ড অব ১৬ এর টিকিট নিশ্চিত করেছিল উড়তে থাকা লিভারপুল, বার্সেলোনা, আর্সেনাল, ইন্টার মিলান, অ্যাথলেটিকো মাদ্রিদ, বায়ার লেভারকুসেন, লিল ও অ্যাস্টন ভিলা।

অপেক্ষা ছিল প্লে অফ থেকে লড়াই করে আসা বাকি আট দলের জন্য। নবম স্থান থেকে ২৪তম স্থানে থাকা ১৬টি দল লড়াই করেছে শীর্ষ ষোলোতে যাওয়ার জন্য। এ রাউন্ডে দুই পাওয়ার হাউজের লড়াইয়ে কপাল পুড়েছে ম্যানচেস্টার সিটির।

ইউরোপের সফলতম দল রিয়াল মাদ্রিদের কাছে হেরে বিদায়ঘণ্টা বেজেছে গার্দিওলার দলের। এছাড়াও প্লে অফ থেকে শীর্ষ ষোলোতে জায়গা পেয়েছে বরুশিয়া ডর্টমুন্ড, বায়ার্ন মিউনিখ, পিএসভি, পিএসজি, বেনফিকা, ফেয়েনুর্দ ও ক্লাব ব্রুজ।

রিয়াল মাদ্রিদ কঠিন প্রতিপক্ষ পেলেও সহজ প্রতিপক্ষ পেয়েছে আরেক স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনা। কোয়ার্টার ফাইনালের টিকিট পেতে বেনেফিকার বিপক্ষে খেলবে কাতালানরা। অন্যদিকে পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা লিভারপুল পেয়েছে পিএসজিকে।

(ওএস/এসপি/ফেব্রুয়ারি ২১, ২০২৫)

পাঠকের মতামত:

২২ মার্চ ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test