E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

শেরপুরে মাদক, জুয়া, ইভটিজিং প্রতিরোধে পুলিশের টুয়েন্টি-টুয়েন্টি ক্রিকেট

২০১৪ ডিসেম্বর ০৮ ১৭:৩০:০৩
শেরপুরে মাদক, জুয়া, ইভটিজিং প্রতিরোধে পুলিশের টুয়েন্টি-টুয়েন্টি ক্রিকেট

শেরপুর প্রতিনিধি : শেরপুরে মাদক, জুয়া, ইভটিজিং প্রতিরোধে সামাজিক সজেতনতা সৃষ্টির লক্ষ্যে ক্রিকেট প্রতিযোগিতার আয়োজন করেছে জেলা পুলিশ। পুলিশ সুপার কাপ টুয়েন্টি-টুয়েন্টি ক্রিকেট প্রতিযোগিতা নামে এ প্রতিযোগিতা ৮ ডিসেম্বর সোমবার শহরের অষ্টমীতলা পুলিশ লাইনস মাঠে শুরু হয়েছে। ‘সকল অসুন্দর ও অকল্যাণকে তিরোহিত করে ছিনিয়ে আনবো নতুন সূর্যোদয়’-এ প্রতিপাদ্যকে সামনে রেখে সপ্তাহব্যাপী ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন করেন পুলিশ সুপার মো. মেহেদুল করিম।

উদ্বোধনী খেলায় পুলিশ সুপার চ্যালেঞ্জার্স একাদশ ৮ উইকেটে টাঙ্গাইল একাদশকে পরাজিত করে। সকালে টস হেরে টাঙ্গাইল একাদশ প্রথমে ব্যাট করে ১৬ দশমিক ৫ ওভারে ৫৬ রানে অলআউট হয়। জবাবে পুলিশ সুপার চ্যালেঞ্জার্স একাদশ ৬ দশমিক ২ ওভারে ২ উইকেট হারিয়ে ৫৭ রান তুলে জয়ী হয়। পুলিশ সুপার চ্যালেঞ্জার্সের উদ্বোধনী ব্যাটসম্যান সোহাগ ‘ম্যান অব দি ম্যাচ’ পুরস্কার লাভ করেন।

টুর্নামেন্টে পুলিশ বাহিনী ও স্থানীয় ক্লাবের ১৬টি দল অংশগ্রহণ করছে। উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ময়মনসিংহের অতিরিক্ত পুলিশ সুপার সৈয়দ হারুনর রশিদ, শেরপুরের অতিরিক্ত পুলিশ সুপার মহিবুল ইসলাম খান, পৌর মেয়র হুমায়ুন কবীর রুমান, ক্রীড়া সংস্থার কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন পর্যায়ের পুলিশ কর্মকর্তাবৃন্দ ছাড়াও স্থানীয় সুধীবৃন্দ উপস্থিত ছিলেন। বিপুল দর্শক খেলাটি উপভোগ করেন। মনোজ্ঞ উদ্বোধনী অনুষ্ঠানে সবগুলো দলের খেলোয়াড়-কর্মকর্তাদের অংশগ্রহনে নিজস্ব পতাকাসহ প্যারেড এবং পুলিশের বাদক দলের বাজনার তালে তালে মার্চপাস্ট অনুষ্ঠিত হয়।

(এইচবি/এএস/ডিসেম্বর ০৮, ২০১৪)

পাঠকের মতামত:

১৭ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test