E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের স্কোয়াড ঘোষণা অস্ট্রেলিয়ার

২০২৫ মে ১৩ ১৩:২৯:৩৩
টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের স্কোয়াড ঘোষণা অস্ট্রেলিয়ার

স্পোর্টস ডেস্ক : বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের শিরোপা ধরে রাখার লড়াইয়ে নামার আগে স্কোয়াড ঘোষণা করলো ক্রিকেট অস্ট্রেলিয়া। গতবার ফাইনালে ভারতকে হারিয়ে ট্রফি জিতেছিল প্যাট কামিন্সের দল। এবার লর্ডসে সামনে রয়েছে দক্ষিণ আফ্রিকা। তার আগেই ১৫ জনের স্কোয়াড ঘোষণা করলো অজি ক্রিকেট বোর্ড। চোট কাটিয়ে দলে ফিরেছেন জশ হ্যাজেলউড-ক্যামেরন গ্রিনরা।

প্যাট কামিন্স চোট কাটিয়ে টেস্ট ক্রিকেটে ফিরতে চলেছেন। ক্যামেরন গ্রিন স্ট্রেস ফ্র্যাকচারের কারণে প্রায় ৬ মাস মাঠের বাইরে থাকার পর জাতীয় দলের জার্সিতে ফিরছেন। জশ হ্যাজেলউডও এখন ফিট, তাই তিনিও ফিরছেন।

অস্ট্রেলিয়ার এই স্কোয়াডে চেনা মুখদের মধ্যে ওপেনার স্যাম কনস্টাস সুযোগ পেয়েছেন। এছাড়াও বাঁহাতি স্পিনার ম্যাথিউ কুহনেমান রয়েছেন। যদিও নাথান লিয়নের আগে তার খেলার সম্ভাবনা কম। তবে এই দলই যেহেতু ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষেও টেস্ট সিরিজ খেলবে, তাই সেখানে কুহনেম্যানকে খেলাতে পারেন কামিন্সরা।

এই স্কোয়াডের ১৫ সদস্যের মধ্যে পাঁচজন সদস্য আইপিএলের সঙ্গে যুক্ত রয়েছেন, যা ১৭ মে থেকে শুরু হবে। ক্রিকেট অস্ট্রেলিয়া জানিয়েছে, যা সিদ্ধান্ত আইপিএল খেলা নিয়ে ক্রিকেটাররা নেবে, তাতে সম্মান করবে তাদের দেশের ক্রিকেট বোর্ড।

ট্র্যাভিস হেড, প্যাট কামিন্স, জশ হ্যাজেলউড, মিচেল স্টার্করা বর্তমানে আইপিএলের দলের সঙ্গে যুক্ত রয়েছেন। আর সব থেকে বড় কথা স্টার্কের দিল্লি, হ্যাজেলউডের বেঙ্গালুরু, ইংলিসের পাঞ্জাব প্লে অফের দৌড়েও রয়েছে। ফলে ক্রিকেটাররা দল ছেড়ে দিলে আইপিএলে ভুগতে হবে ফ্র্যাঞ্চাইজিদের, সেকথাও মাথায় রয়েছে অজি বোর্ডের।

অস্ট্রেলিয়ার টেস্ট স্কোয়াড
প্যাট কামিন্স (অধিনায়ক), স্কট বোল্যান্ড, অ্যালেক্স ক্যারি, ক্যামেরন গ্রিন, জশ হ্যাজেলউড, ট্র্যাভিস হেড, জশ ইংলিস, উসমান খাজা, স্যাম কনস্টাস, ম্যাট কুহনেম্যান, মার্নাস লাবুশেন, নাথান লিয়ন, স্টিভ স্মিথ, মিচেল স্টার্ক এবং বিউ ওয়েবস্টার।

(ওএস/এএস/মে ১৩, ২০২৫)

পাঠকের মতামত:

১৫ জুন ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test