E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

বোলিং করতে পারবেন সেনানায়েকে ও উইলিয়ামসন

২০১৪ ডিসেম্বর ০৯ ২০:৪৬:০০
বোলিং করতে পারবেন সেনানায়েকে ও উইলিয়ামসন

স্পোর্টস ডেস্ক, ঢাকা : আন্তর্জাতিক ক্রিকেটে বোলিংয়ে নিষিদ্ধ হওয়ার হিড়িক পড়ার মধ্যে এবার শ্রীলঙ্কা ও নিউজিল্যান্ডের জন্য সুসংবাদ। আন্তর্জাতিক ক্রিকেটে বোলিংয়ে নিষেধাজ্ঞা উঠে গেল সাচিত্রা সেনানায়েকে ও কেন উইলিয়ামসনের। ফলে এখন থেকে আবার বল করতে পারবেন এই দু'জন।

মঙ্গলবার আইসিসি সেনানায়েকে ও উইলিয়ামসনকে আন্তর্জাতিক ক্রিকেটে বোলিং করার ছাড়পত্র দিয়েছে। এর আগে এই দু'জনকে অবৈধ বোলিং অ্যাকশনের দায়ে আন্তর্জাতিক ক্রিকেটে বোলিংয়ে নিষিদ্ধ করেছিল সংস্থাটি। এ বছরের জুলাইয়ে শ্রীলঙ্কার ইংল্যান্ড সফরের সময় অফস্পিনার সেনানায়েকের বোলিংয়ে সন্দেহ ধরা পড়েছিল। পরে পরীক্ষাতেও তার বোলিং অ্যাকশন অবৈধ প্রমাণিত হওয়ায় তাকে নিষিদ্ধ করে আইসিসি। ওই মাসে একই সমস্যায় আন্তর্জাতিক ক্রিকেটে বোলিংয়ে নিষিদ্ধ হয়েছিলেন উইলিয়ামসনও। তবে পুনরায় আইসিসির স্বীকৃত ল্যাবে বোলিং অ্যাকশনের পরীক্ষায় পাস করেছেন দুজনই। আইসিসি জানিয়েছে, বল করার সময় এই দুই বোলারের কনুই এখন ১৫ ডিগ্রির মধ্যেই থাকে।

নিষেধাজ্ঞা উঠে যাওয়ায় ওয়ানডে বিশ্বকাপে খেলার সুযোগও পেলেন সেনানায়েকে। আগামী বছরের ফেব্রুয়ারিতে অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ডে শুরু হওয়া বিশ্বকাপের জন্য শ্রীলঙ্কার ঘোষিত ৩০ সদস্যের দলে আছেন এই অফস্পিনার। অন্যদিকে উইলিয়ামসন মূলত ব্যাটসম্যান এবং 'পার্টটাইম' বোলার। বোলিংয়ে নিষিদ্ধ হলেও এতদিন খেলেছেন তিনি। তবে তার জন্য সুখবর যে, ব্যাটিংয়ের পাশাপাশি এবার বলও করতে পারবেন।

তবে আইসিসির নিয়ম অনুযায়ী, কোনো বোলার নিষিদ্ধ হওয়ার সময় থেকে আগামী ২ বছরের মধ্যে যদি আবার অভিযুক্ত হন এবং অভিযোগ প্রমাণিত হয় তাহলে তিনি কমপক্ষে ১ বছরের জন্য আন্তর্জাতিক ক্রিকেটে বোলিংয়ে নিষিদ্ধ হবেন।


(ওএস/পি/ডিসেম্বর ০৯, ২০১৪)

পাঠকের মতামত:

২১ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test