E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

পাকিস্তানকে বিশ্বকাপ জেতাতে চান হাসান আলি

২০২৫ মে ৩০ ১৩:৪০:০৫
পাকিস্তানকে বিশ্বকাপ জেতাতে চান হাসান আলি

স্পোর্টস ডেস্ক : বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে পাকিস্তানের জয়ের মূল নায়ক হাসান আলি। ৩০ রানে ৫ উইকেট নিয়ে পাক পেসার একাই বাংলাদেশকে ধসিয়ে দিয়েছেন। সদ্য সমাপ্ত পিএলএলেও দারুণ পারফর্ম করেছেন তিনি। করাচি কিংসের হয়ে ১৭ উইকেট শিকার করে টুর্নামেন্টের সবচেয়ে সফল বোলারদের তালিকায় ছিলেন তৃতীয় স্থানে।

ফর্মের চূড়ায় থাকা হাসান আলি পাকিস্তানকে নিয়ে নতুন স্বপ্ন দেখছেন। গতকাল বৃহস্পতিবার ২০২৬ সালের আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপ জেতার দৃঢ় ইচ্ছা প্রকাশ করেছেন তিনি। ইনজুরি ও পুনর্বাসনের কঠিন দিনগুলো পার করে এখন প্রতিটি ম্যাচকে নিজেকে প্রমাণের সুযোগ দেখছেন।

পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) পডকাস্টে কথা বলার সময় হাসান আলি জাতীয় দলে ফেরা ও ফর্মে ওঠার আবেগপূর্ণ মুহূর্তগুলো তুলে ধরেন।

তিনি বলেন, ‘আমি পাকিস্তানের হয়ে বিশ্বকাপে খেলতে চাই এবং আমার দেশের জন্য শিরোপা জিততে চাই। এখন আমার জন্য প্রতিটি ম্যাচই একটি সুযোগ এবং আমি ১০০ শতাংশ দেওয়ার চেষ্টা করবো।’

হাসান জোর দিয়ে বলেন, ‘পারফরম্যান্স ওঠানামা করতেই পারে, কিন্তু মাঠে আপনার প্রচেষ্টা দৃশ্যমান হওয়া উচিত। দিন শেষে আমি এমন অনুভব করতে চাই যে আমি আমার সর্বোচ্চটা দিয়েছি।’

ইনজুরি ও রিহ্যাব নিয়ে কথা বলতে গিয়ে তিনি বলেন, ‘চোট থেকে ফিরে আসা সহজ নয়। এর একটি আলাদা চাপ আছে। আমি কৃতজ্ঞ ও গর্বিত যে আবার ফিট হয়ে উঠতে পেরেছি। এর পেছনে অনেক পরিশ্রম রয়েছে এবং এখন ফল দেখতে পাচ্ছি।

জাতীয় দলে ফেরাকে ‘স্বপ্ন পূরণ’ বলে উল্লেখ করেন হাসান আলি এবং সর্বোচ্চ পর্যায়ে ভালো পারফরম্যান্স করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।

৩০ বছর বয়সী পেসার বলেন, ‘এটি সত্যিই যেন স্বপ্ন পূরণের মতো। আমি খুবই উচ্ছ্বসিত এবং দলের জন্য ভালো পারফর্ম করতে দৃঢ় প্রতিজ্ঞ। কঠোর পরিশ্রমের কোনো বিকল্প নেই।’

(ওএস/এএস/মে ৩০, ২০২৫)

পাঠকের মতামত:

১৫ জুন ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test