E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বললেন ক্লাসেন

২০২৫ জুন ০৩ ১৫:২১:১২
আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বললেন ক্লাসেন

স্পোর্টস ডেস্ক : আচমকাই আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন দক্ষিণ আফ্রিকার উইকেটকিপার-ব্যাটার হেনরিখ ক্লাসেন। ২০১৮ সালে জাতীয় দলে অভিষেক হওয়া এই আগ্রাসী ডানহাতি ব্যাটার নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বিবৃতিতে এ ঘোষণা দেন।

বিদায়বার্তায় ক্লাসেন লেখেন, “আজ আমার জন্য এক দুঃখের দিন। কারণ, আমি সিদ্ধান্ত নিয়েছি আন্তর্জাতিক ক্রিকেট থেকে সরে দাঁড়াচ্ছি। এটা আমার ও আমার পরিবারের ভবিষ্যতের কথা ভেবেই নেওয়া একটি কঠিন সিদ্ধান্ত ছিল। অনেক ভাবনা-চিন্তার পর এই সিদ্ধান্তে এসেছি, তবে মন থেকে একেবারে শান্তিতে আছি। ”

দক্ষিণ আফ্রিকার হয়ে ১২২টি আন্তর্জাতিক ম্যাচ খেলা ক্লাসেন কৃতজ্ঞতা প্রকাশ করেছেন তার ক্রিকেটজীবনের সহযাত্রী ও কোচদের প্রতি।

তিনি লিখেছেন, “এই পথচলায় আমি অনেক বন্ধুত্ব ও সম্পর্ক গড়ে তুলেছি, যা সারাজীবন ধরে রাখব। প্রোটিয়াদের হয়ে খেলার সুবাদে এমন কিছু অসাধারণ মানুষের সঙ্গে পরিচয় হয়েছে, যারা আমার জীবন বদলে দিয়েছে। তাদের প্রতি কৃতজ্ঞতা জানানোর মতো যথাযথ শব্দ খুঁজে পাচ্ছি না। আমার জাতীয় দলের পথটা অন্যদের চেয়ে কিছুটা ভিন্ন ছিল। এই যাত্রায় কিছু কোচ ছিলেন যারা সবসময় আমার ওপর বিশ্বাস রেখেছেন—তাদের প্রতি আমি আজীবন কৃতজ্ঞ থাকব। প্রোটিয়া ব্যাজ বুকে ধারণ করে মাঠে নামা ছিল আমার ক্যারিয়ারের সবচেয়ে বড় সম্মান। ”

স্পিনারদের বিপক্ষে তার অনন্য 'হুইপ-পুল' শটটি তাকে সব সংস্করণেই ভয়ংকর ব্যাটারে পরিণত করেছিল। ২০২৩ ওয়ানডে বিশ্বকাপ, ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপ এবং ২০২৫ চ্যাম্পিয়নস ট্রফি খেলা দক্ষিণ আফ্রিকা দলের গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন ক্লাসেন।

একদিনের ক্রিকেটে ৬০ ম্যাচে তার রান ২ হাজার ১৪১, গড় ৪৩.৬৯। সর্বোচ্চ স্কোর ১৭৪। টি-টোয়েন্টিতে করেছেন ১ হাজার রান, স্ট্রাইক রেট ১৪১.৮৪, সর্বোচ্চ স্কোর ৮১।

এর আগেই ২০২৪ সালের জানুয়ারিতে টেস্ট ক্রিকেট থেকে অবসর নিয়েছিলেন ক্লাসেন। লাল বলের ক্রিকেটে তিনি খেলেছেন মাত্র চারটি ম্যাচ।

৩৩ বছর বয়সী ক্লাসেন আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বললেও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে এখনো খেলে যাবেন বলে ধারণা করা হচ্ছে।

এদিকে আজ সকালে ওয়ানডে ক্রিকেটকে বিদায় বলে দিয়েছেন অস্ট্রেলিয়ার হার্ড-হিটার ব্যাটার গ্লেন ম্যাক্সওয়েল।
(ওএস/এএস/জুন ০৩, ২০২৫)

পাঠকের মতামত:

১৫ জুন ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test