E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

বিশ্বকাপে ভালো করার প্রত্যয় ইউনুসের

২০১৪ ডিসেম্বর ১১ ১৯:৪৩:২৪
বিশ্বকাপে ভালো করার প্রত্যয় ইউনুসের

স্পোর্টস ডেস্ক, ঢাকা : পাকিস্তানের খেলায় যেমন রয়েছে ছন্দ পতন তেমনি পাকিস্তানের অভিজ্ঞ ব্যাটসম্যান ইউনুস খানেরও। টেস্টের এক সময়ের নাম্বার ওয়ান ব্যাটসম্যান ইউনুস খানকে তার ছন্দময় ব্যাটিংকে বিবেচনায় নিয়ে বিশ্বকাপ স্কোয়াডে ও চলমান ওয়ানডে সিরিজে রেখেছে পিসিবি। আর ইউনুস এ বিষয়ে বলেন, ‘নির্বাচকমন্ডলী, পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) এবং আমার দেশ পুনরায় আমাকে ওয়ানডে দলে ফেরার সুযোগ দেয়ায় আমি অত্যন্ত আনন্দিত। আশা করছি দেশের জন্য এবং বিশ্বকাপেও আমি ভালো করব। আমি মনে করছি এই মুহূর্তে আমি সুখি ব্যক্তি।’

ইউনিস আরো বলেন, ‘ভবিষ্যতের পরিকল্পনা নিয়ে আমি চিন্তা করছি না। আমি কেবল চিন্তা করছি শারীরিকভাবে আমি ফিট থাকলে, আমার ফর্ম এভাবে থাকলে বিশেষ করে আমার অঙ্গীকার থাকলে আমি দীর্ঘ দিন খেলা চালিয়ে যেতে পারব। আগামী পাঁচ-ছয় মাস কিংবা এক বছর খেলব এমন পরিকল্পনা আমি করছি না। পারফর্ম করতে পারলে, ফিট থাকলে এবং এমন অঙ্গীকার বজায়ে রাখতে পারলে আমি আরো বেশি দিন খেলা চালিয়ে যাব।’ টি-টোয়েন্টি ও টেস্ট নিউজিল্যান্ড ও পাকিস্তান ভাগাভাগি করে জিতে নিয়েছে। কিন্তু ওয়ানডেতে কিউদের ভাগ দিবেন না তিনি।

‘ওয়ানডে ট্রফিতে আমরা ভাগ দিতে চাই না। আশা করছি ওয়ানডে সিরিজে পাকিস্তান ভাল করবে। ওয়ানডেতে আমাদের চমৎকার কিছু খেলোয়াড় রয়েছে। টি-২০তে কি ঘটেছে সকলেই সেটা দেখেছে। ৫০ ওভার ফর্মেটে আমাদের অসাধারণ কিছু খেলোয়াড় আছে, যারা পাকিস্তান দলের হয়ে ভাল করবে বলে আমি মনে করছি।’ ইউনিস বলেন, ‘এখানে সব সময়ই চাপ থাকবে। আপনার পারফরমেন্সের উপর ভিত্তি করে বিভিন্ন ধরনের চাপ থাকবে। আপনি ভাল পারফরমেন্স করলে সব সময়ই আপনার ভক্তদের কাছ থেকে প্রত্যাশাটা বেড়ে যাবে। আমার ক্যারিয়ারে সব সময়ই চাপের মধ্যে খেলেছি। চাপ সহ্য করে ভাল খেলেই আপনি সেরা খেলোয়াড় হতে পারেন। এটা খুবই ভালো যে চাপের মধ্যে থেকেও আমি সব সময়ই দলের জন্য ভাল পারফর্ম করতে পারি।’ টেস্টে আমি আক্রমণাত্মক খেলেছি। যেখানে আক্রমণাত্মক হওয়া দরকার সেখানেই সেভাবেই খেলি। আবার যেখানে রক্ষণাত্মক হওয়া দরকার সেখানে খুব ভালভাবেই রক্ষণাত্মক হয়ে যাই। আমি কেবলমাত্র নিজের পারফরমেন্সের দিকে খেয়াল রাখি না, কিংবা পরবর্তী ম্যাচে দলে জায়গা পাওয়ার জন্য নয়। নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম ওডিআই ম্যাচে ইউনুস ভালো খেলতে না পারলেও পরবর্তী ম্যাচ গুলোতে ভাল খেলতে চান তিনি।

(ওএস/পি/ডিসেম্বর ১১, ২০১৪)

পাঠকের মতামত:

৩০ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test