E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care

For Advertisement

Mobile Version

মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় লিভারপুল তারকা জোটার মৃত্যু

২০২৫ জুলাই ০৩ ২২:১১:২৮
মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় লিভারপুল তারকা জোটার মৃত্যু

স্পোর্টস ডেস্ক : মাত্র ২৮ বছর বয়সে প্রাণ হারালেন লিভারপুল ফরোয়ার্ড দিয়েগো জোটা। স্প্যানিশ ক্রীড়া দৈনিক মার্কা জানিয়েছে, আজ স্পেনের জামোরা শহরে এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় মারা যান এই পর্তুগিজ ফুটবলার। ওই দুর্ঘটনায় তার ছোট ভাইও (২৬) নিহত হয়েছেন।

দুর্ঘটনাটি ঘটে স্পেনের উত্তর-পশ্চিমাঞ্চলীয় এলাকা জামোরার পালাসিওস দে সানাব্রিয়ায়, এ-৫২ মহাসড়কে। জামোরার প্রাদেশিক কাউন্সিল এক বিবৃতিতে জানিয়েছে, ‘এ-৫২ সড়কে দুর্ঘটনায় দুই যুবকের মৃত্যু হয়েছে। গাড়িতে আগুন ধরে গেলে তা আশপাশের বনভূমিতেও ছড়িয়ে পড়ে। নিহতদের বয়স ছিল যথাক্রমে ২৮ ও ২৬ বছর। ’

জোটার জন্ম পর্তুগালের পোর্তোতে। তার ফুটবল ক্যারিয়ার শুরু করেছিলেন পাসোস দে ফেরেইরার যুব একাডেমিতে। সেখান থেকে ২০১৬ সালে যোগ দেন স্প্যানিশ ক্লাব আতলেতিকো মাদ্রিদে। এরপর ২০১৭ সালে প্রিমিয়ার লিগের ক্লাব উলভারহ্যাম্পটন ওয়ান্ডারার্সে পাড়ি জমান।

তবে ক্যারিয়ারের সেরা সময়টা কেটেছে লিভারপুলে। ২০২০ সালে ৪০ মিলিয়ন পাউন্ডে ক্লাবটিতে যোগ দেন জোটা। ইয়ুর্গেন ক্লপের অধীনে এফএ কাপ ও লিগ কাপ জেতার পর, সদ্যসমাপ্ত ২০২৪-২৫ মৌসুমে নতুন কোচ আর্নে স্লটের অধীনে লিভারপুলকে প্রিমিয়ার লিগ শিরোপা এনে দেন তিনি।

দুর্ঘটনার পর বিশ্বজুড়ে ফুটবলপ্রেমীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ভক্ত-সহকর্মীরা জানাচ্ছেন গভীর শোক ও শ্রদ্ধা।

(ওএস/এএস/জুলাই ০৩, ২০২৫)

পাঠকের মতামত:

০৯ জুলাই ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test