E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care

For Advertisement

Mobile Version

নিয়ম ভেঙে বাজিমাত, শাস্তি পাচ্ছেন না জাদেজা

২০২৫ জুলাই ০৪ ১৪:২৯:৪৬
নিয়ম ভেঙে বাজিমাত, শাস্তি পাচ্ছেন না জাদেজা

স্পোর্টস ডেস্ক : অস্ট্রেলিয়ার মাটিতে বোর্ডার-গাভাস্কার ট্রফিতে নাকাল হওয়ার পর ভারতীয় ক্রিকেটারদের জন্য নতুন বিধিনিষেধ আরোপ করে দেশটির ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। সেখানেই বলা ছিল, সব ক্রিকেটারকে দলের সঙ্গে একইসাথে যাওয়া-আসা করতে হবে।

কিন্তু এই নিয়ম মানেননি রবীন্দ্র জাদেজা। ইংল্যান্ডের বিপক্ষে এজবাস্টন টেস্টের দ্বিতীয় দিনে খেলা শুরুর আগে একাই মাঠে চলে এসেছিলেন এই অলরাউন্ডার। আগেভাগে এসে তিনি নেটে ব্যাটিং অনুশীলন করেন, যাতে নতুন বলে ইংল্যান্ডের পেসারদের বিপক্ষে তৈরি থাকতে পারেন। দিনের শেষে জাদেজা সেটাই করে দেখিয়েছেন। ৮৯ রানের ঝকঝকে এক ইনিংস খেলেছেন সাত নম্বরে নেমে।

কিন্তু বিসিসিআইয়ের তো নিয়ম রয়েছে ক্রিকেটারদের টিম বাসেই যাতায়াত করতে হবে, তাহলে এবার কী হবে? শাস্তির মুখে কি পড়বেন জাদেজা? না। এবার তিনি ছাড় পাচ্ছেন।

জানা গেছে, টিম ম্যানেজমেন্টের সঙ্গে কথা বলে অনুমতি নিয়ে নাকি এই কাজ করেছেন জাদেজা। সবচেয়ে বড় কথা, জাদেজার নিয়ম ভঙ্গে আখেরে দলেরই লাভ হয়েছে। তাই বাঁহাতি এই অলরাউন্ডারকে ছাড় দেওয়া হচ্ছে।

আগের দিন ৪১ রানে অপরাজিত ছিলেন জাদেজা। দ্বিতীয় দিন আগেভাগে মাঠে আসা প্রসঙ্গে তিনি বলেন, ‘আমার মনে হয়েছিল যে, আগে একটু ব্যাটিং করে নেওয়া উচিত কারণ বল তখনও নতুন ছিল। আমার মনে হয়েছিল যদি একটু নতুন বল খেলে নেওয়া যায়, তাহলে বাকি ইনিংস খেলতে সুবিধা হবে। ইংল্যান্ডের উইকেটে যত বেশি বল খেলা যায় ততই ভালো, তবে এখানে সেট হওয়া যায় না। কারণ ইংল্যান্ডের যেমন পরিবেশ, পিচ, তাতে বল যখন তখন সুইং হয়।’

জাদেজা যোগ করেন, ‘দলের জন্য যখন ব্যাট হাতে অবদান রাখি, তখন ভালো লাগে। বিশেষ করে বিদেশের মাটিতে দলের আরও বেশি করে দরকার এগুলো, তাই ভালো লাগছে খুব। ৫ উইকেটে ২১০ রান থেকে এত বড় জুটি করে দলকে এগিয়ে নিয়ে যাওয়ায় ভালোই লাগছে। এটা আমার কাছে চ্যালেঞ্জ ছিল, আমি সেই চ্যালেঞ্জ গ্রহণ করি। এই ধরণের চ্যালেঞ্জই পরের ম্যাচগুলোর জন্য আত্মবিশ্বাস এনে দেয়। ’

(ওএস/এএস/জুলাই ০৪, ২০২৫)

পাঠকের মতামত:

০৯ জুলাই ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test