E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

রেকর্ডের হাতছানি ওয়ার্নার সামনে

২০১৪ ডিসেম্বর ১২ ১৬:৩৯:৪২
রেকর্ডের হাতছানি ওয়ার্নার সামনে

স্পোর্টস ডেস্ক, ঢাকা : অস্ট্রেলিয়ার প্রয়াত ক্রিকেটার ফিলিপ হিউজের আঘাতকে কাছ থেকে দেখেছিলেন ডেভিড ওয়ার্নার। হিউজের সঙ্গে ছিলেন অপারেশন থিয়েটারে। হাসপাতালে যাতায়াতও করেছিলেন দুদিন। কিন্তু বাঁচাতে পারেননি বন্ধুকে। হিউজকে হারানোর শোক পুরোপুরি কাটাতে পারেননি তিনি।

ভারতের বিপক্ষে প্রথম টেস্টে তার মাঠে নামার কথা ছিল না। কিন্তু ম্যানেজমেন্টের সিদ্ধান্তে না করতে পারেননি। শেষ পর্যন্ত ৯ ডিসেম্বর ভারতের বিপক্ষে অ্যাডিলেডে মাঠে নামেন। হাতে কালো ব্যাজ আর বুকে ‘৪০৮’(হিউজের জার্সি নাম্বার) নিয়ে হিউজকে স্মরণ করে খেলা শুরু। প্রথম ইনিংসে ১৪৫ রানের ঝকঝকে ইনিংস খেলেন ওয়ার্নার। শুক্রবার দ্বিতীয় ইনিংসেও ১০২। দুটি শতকই বন্ধু হিউজকে উৎসর্গ করেন এই ড্যাশিং ওপেনার। মাঠে নামার কথা ছিল না। কিন্তু মাঠে নেমে যা করলেন, তাতে রেকর্ডের দ্বারপ্রান্তে এই বাঁহাতি ওপেনার। ভারতের বিপক্ষে হাঁকানো শতকটি চলতি বছরে ওয়ার্নারের ষষ্ঠ শতক। এ বছরে আর মাত্র দুটি শতক হাঁকালে এক বছরে অস্ট্রেলিয়ার হয়ে সর্বোচ্চ শতকের রেকর্ড গড়বেন ওয়ার্নার।

টেস্টে অস্ট্রেলিয়ার হয়ে এক বছরে সর্বোচ্চ শতকের মালিক প্রাক্তন অধিনায়ক রিকি পন্টিং। ২০০৬ সালে সাতটি শতকের দেখা পান পন্টিং। ১০ টেস্টে ১৮ ইনিংসে ১৩৩৩ রান করেন অস্ট্রেলিয়ার সফল এই অধিনায়ক। ওয়ার্নার ছয়টি শতকসহ ৭ টেস্টে ১৪ ইনিংসে ১০৬১ রান করেছেন। চলতি বছরে অস্ট্রেলিয়া আরো দুটি টেস্ট খেলবে। ব্রিসবেনে ১৭ ডিসেম্বর ও মেলবোর্নে ২৬ ডিসেম্বর মাঠে নামবে অসিরা। পন্টিংককে টপকাতে আরো দুটি সুযোগ পাচ্ছেন ডেভিড ওয়ার্নার।

(ওএস/পি/ডিসেম্বর ১২, ২০১৪)

পাঠকের মতামত:

৩০ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test