E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

বাংলাদেশ বিজিবি বিজয় দিবস হ্যান্ডবলে চ্যাম্পিয়ন

২০১৪ ডিসেম্বর ১৮ ২১:০৪:৪০
বাংলাদেশ বিজিবি বিজয় দিবস হ্যান্ডবলে চ্যাম্পিয়ন

স্পোর্টস ডেস্ক, ঢাকা : বাংলাদেশ বিজিবি বিজয় দিবস হ্যান্ডবল টুর্ণামেন্টের পুরুষ ও মহিলা বিভাগে চ্যাম্পিয়ন হয়েছে। শহীদ (ক্যাপ্টেন) এম. মনসুর আলী জাতীয় হ্যান্ডবল স্টেডিয়ামে দুপুর ১টায় অনুষ্ঠিত পুরুষ বিভাগের ফাইনাল খেলায় বিজিবি ২৮-২৫ গোলে বাংলাদেশ পুলিশকে পরাজিত করে। বিজয়ীদল প্রথমার্ধে ১৩-১২ গোলে এগিয়ে ছিলো। বিজিবি-এর পক্ষে সুধান বড়–য়া ৯টি ও মীর খায়রুজ্জামান ৮টি গোল এবং বাংলাদেশ পুলিশের পক্ষে এফ. এম. হেলাল উদ্দিন ৭টি ও মাহবুবুল আলম ৬টি গোল করে।

বিকেল ৩টায় অনুষ্ঠিত মহিলা বিভাগের ফাইনাল খেলায় বিজেএমসি ২৪-২০ গোলে বাংলাদেশ আনসারকে পরাজিত করে। বিজয়ীদল প্রথমার্ধে ১১-৯ গোলে এগিয়ে ছিলো। বিজিএমসি-এর পক্ষে সাহিদা ১০টি ও শিরিনা ৪টি গোল এবং বাংলাদেশ আনসার-এর পক্ষে নিশি একাই ১৩টি গোল করে। আয়োজিত টুর্ণামেন্টে পুরুষ বিভাগে বিজিবি-এর ইমদাদুল হক সেরা খেলোয়াড় হিসেবে নির্বাচিত হন এবং মহিলা বিভাগের বিজেএমসি-এর শিরিনা সেরা খেলোয়াড় হিসেবে নির্বাচিত হন।

অনুষ্ঠানে ওয়ালটন-এর এডিশনাল ডিরেক্টরইকবাল বিন আনোয়ার (ডন) প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে টুর্ণামেন্টের বিজয়ী ও বিজিতদের মাঝে পুরস্কার প্রদান করেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ওয়ালটন-এর স্পোর্টস এ্যামবাসেডর মিস জোবেরা রহমান লিনু এবং বিশিষ্ট ক্রীড়া সংগঠক মিস ফরিদা আনোয়ার। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ফেডারেশনের সাধারণ সম্পাদক জনাব আসাদুজ্জামান কোহিনুর।

(ওএস/পি/ডিসেম্বর ১৮, ২০১৪)

পাঠকের মতামত:

১৮ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test