E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

মেসিকে পেছনে ফেলে বর্ষসেরা নির্বাচিত হলেন ডি মারিয়া

২০১৪ ডিসেম্বর ১৮ ২১:৩৮:৪১
মেসিকে পেছনে ফেলে বর্ষসেরা নির্বাচিত হলেন ডি মারিয়া

স্পোর্টস ডেস্ক, ঢাকা : বার্সেলোনার লিওনেল মেসিকে হারিয়ে বর্ষসেরা নির্বাচিত হলেন ম্যানইউয়ের অ্যাঞ্জেল ডি মারিয়া। ২০০৬ সালের পর এই প্রথম মেসি এই খেতাবটি জিততে পারলেন না, যদিও এবারের ব্যালন ডি’অরের সংক্ষিপ্ত তিন জনের তালিকায় ক্রিশ্চিয়ানো রোনালদো ও ম্যানুয়েল ন্যুয়ারের সাথে সাথে নাম আছে ফুটবলের ক্ষুদে যাদুকরের। আর্জেন্টিনার বাইরে খেলা ফুটবলারদের মধ্যে প্রথম বারের মত এ রেকর্ড গড়েন মারিয়া। আর এটি মেসির মত খেলোয়াড়কে হারিয়েই নিজের করে নেন।

দেশটির ক্রীড়া সাংবাদিকদের ভোটে এই খেতাব জেতেন রিয়াল মাদ্রিদকে লা ডেসিমা খেতাব জিততে অনবদ্য ভূমিকা রাখা ২৬ বছর বয়সী উইঙ্গার। এই গ্রীষ্মে ব্রিটিশ ট্রান্সফারের রেকর্ড ৬০ মিলিয়ন পাউন্ডের বিনিময়ে সান্টিয়াগো বার্নাব্যু ছেড়ে ইংল্যান্ডে পাড়ি জমানো ডি মারিয়া মঙ্গলবারে অলিম্পিক ডি প্লাটা (সিলভার অলিম্পিক অ্যাওয়ার্ড) খ্যাত পুরস্কারটি জিতে নেন।

জার্মানির বিপক্ষে ফাইনালে ইনজুড়ির কারণে খেলতে না পারলেও ‘তিন ফুসফুসে’র অধিকারী ফুটবলার হিসেবে বিখ্যাত ডি মারিয়া তার দেশকে ব্রাজিল বিশ্বকাপের ফাইনালে ওঠাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। আর্জেন্টিনার ঘরোয়া লিগে খেলা ফুটবলারদের মধ্যে বর্ষসেরা নির্বাচিত হন সারসফিল্ডের স্ট্রইকার লুকাস প্রাত্তো।

(ওএস/পি/ডিসেম্বর ১৮, ২০১৪)

পাঠকের মতামত:

১৮ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test