E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

ম্যাচ চলাকালে দর্শকের গায়ে হাত তুললেন ইউসুফ পাঠান

২০১৪ ডিসেম্বর ২৪ ১৯:৪৬:৪৮
ম্যাচ চলাকালে দর্শকের গায়ে হাত তুললেন ইউসুফ পাঠান

স্পোর্টস ডেস্ক, ঢাকা : ইউসুফ পাঠান রঞ্জি ট্রফির ম্যাচ চলাকালে এক দর্শককে ড্রেসিং রুমে ডেকে নিয়ে চড় মারেন। এই ঘটনায় নিষিদ্ধ হওয়ার পাশাপাশি জরিমানাও গুণতে হতে পারে তাকে। বুধবার রঞ্জি ট্রফিতে জম্মু ও কাশ্মীরের বিপক্ষে বারোদার হয়ে মাত্র ৯ রানে আউট হয়ে যান ইউসুফ পাঠান। সাজঘরে ফেরার পথে এক দর্শক তাকে নিয়ে কটূক্তি করেন। আর তাতেই মেজাজ হারান মারকুটে এই ব্যাটসম্যান। পরে ওই তরুণ দর্শককে ড্রেসিং রুমে ডেকে নেন তিনি। সেখানে তার গায়ে হাত তোলেন।

দর্শকের গায়ে হাত তোলার বিষয়টি ভারতের ক্রিকেট নিয়ন্ত্রণ বোর্ডকে অবহিত করেছেন ম্যাচ রেফারি প্রশান্ত মহাপাত্র। বিশ্বস্ত সূত্রে জানা যায় পাঠান আচরণবিধির লেভেল ২ অথবা ৩ ভঙ্গের শাস্তির মুখোমুখি হতে পারেন। তরুণ ওই দর্শক শুধু পাঠানকে কটূক্তি করে ক্ষান্ত হননি। তিনি পুরো বারোদা দলকে নিয়ে কটূক্তি করেছেন। এ বিষয়ে বারোদা ক্রিকেট সংস্থার সাধারণ সম্পাদক স্নেহাল পারিখ বলেন, ‘তরুণ ওই দর্শক বেশ চিৎকার করে পাঠান ও বারোদা দলকে কটূক্তি করছিল। আম্বাতি রাইডু যখন ব্যাট করছিল তখনও সে কটূক্তি করেছে। পাঠান আসলে এমন কটূক্তি সহ্য করার মতো মন-মানসিকতায় ছিল না। এমন ঘটনার পর সে ওই তরুণ দর্শককে সাজঘরে ডেকে আনেন। এরপর তাকে দুটি চড় মারেন।’

এমন ঘটনার কথা শুনে পাঠানের ছোট ভাই ইরফান পাঠান সাজঘরে যান। পরিস্থিতি শান্ত করেন। তরুণ দর্শকের এক আত্মীয় এমন ঘটনার জন্য ইউসুফ পাঠানের কাছে মাফ চান এবং বিষয়টি মীমাংসার জন্য এগিয়ে আসেন।

(ওএস/পি/ডিসেম্বর ২৪, ২০১৪)

পাঠকের মতামত:

০৪ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test